Categories: Sports

জয় দিয়ে শুরু ফেড যাত্রা

Published by
News Desk

জিত দিয়ে ফেড কাপে পথচলা শুরু করল মোহনবাগান। এদিন সালগাওকরকে ৩-২ গোলে হারিয়ে দেয় সঞ্জয় সেনের ছেলেরা। অ্যাওয়ে ম্যাচে জিতে মোহন শিবির ফেডকাপ শুরু করল বাড়তি অক্সিজেন নিয়েই। এদিন খেলা শুরুর ১ মিনিটের মাথায় জেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান। কিক অফের পর মাঠে দৌড় শুরুর আগেই গোল খেয়ে কিছুটা হলেও ধাক্কা খায় সালগাওকর। তবে ঘরের মাঠে তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। গোয়ার ভাস্কো দা গামা স্টেডিয়ামের গ্রিন ফিল্ডে পাল্টা আক্রমণ শুরু করে তারা। ২৬ মিনিটের মাথায় মার্টিন স্কটের দুরন্ত শটে সমতা ফেরায় সালগাওকর। এরপর পাঁচ মিনিটের অপেক্ষা। ৩১ মিনিটের মাথায় ফের মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন ক্যালভিন এমবার্গা। ২-১ গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে মাঠ ছাড়ে সালগাওকর। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহনবাগান আক্রমণে গেলেও তেমন সুবিধা করে উঠতে পারেনি। খেলা শেষ হতে যখন আর ১৩ মিনিট বাকি তখনই মাঠে শুরু হয় মোহন ম্যাজিক। অভিষেক দাসের শট সালগাওকর গোলকিপারকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। সমতা ফেরায় মোহনবাগান। খেলার ৮৬ মিনিটের মাথায় কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন জেজে। ৩-২ গোলে এগিয়ে যায় আই লিগ জয়ের দোরগোড়ায় পৌঁছেও জিততে না পারা সঞ্জয়ের ছেলেরা। যা শেষ পর্যন্ত বজায় ছিল। ফেড কাপের শুরুর ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। এদিন মোহনবাগানের জয় বাংলার সেই ধাক্কায় কিছুটা প্রলেপ দিল বৈকি।

Share
Published by
News Desk
Tags: Mohun Bagan

Recent Posts