আই লিগ জয়ের স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে মোহনবাগানের। এদিন বারাসত স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে শিবাজিয়ানসদের কাছে একটি গোল হজম করতে হল সঞ্জয় সেনের ছেলেদের। ৭৫ মিনিটে দিপানদার গোলে শিবাজিয়ানসরা সমতা ফেরানোর পর ৩-৩ গোলেই শেষ হয় খেলা। কর্নেল, সনি নর্ডিরা মোহন কোচকে হতাশ করেননি। কিন্তু কোথাও গিয়ে মোহনবাগানের ডিফেন্সের দুর্বলতা বারবার ধরা পড়েছে। এদিনের ড্রয়ের পর টানা চার ম্যাচে জয় অধরাই রইল গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের। এখনও সব সুযোগ শেষ না হলেও চ্যাম্পিয়নশিপটা আর মোহনবাগানের হাতে নেই। আপাতত অন্যদের জিত হারের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।