Sports

আইলিগ জয়ের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান

Published by
News Desk

মোহনবাগান এবার আইলিগে কার্যত অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। যুবভারতীতে ইস্টবেঙ্গলকে হারানোর পর বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে সবুজ মেরুন হারিয়ে দিল নেরোকাকে। ডার্বি জয়ের পর অ্যাওয়ে ম্যাচ জেতা সহজ কথা নয়। তাও এত কম সময়ের ব্যবধানে। কিন্তু এদিন যেভাবে নেরোকাকে তারা উড়িয়ে দিল তাতে দারুণ ছন্দে মোহনবাগান। আত্মবিশ্বাসও তুঙ্গে। ৩-০ ব্যবধানে এদিন নেরোকাকে তাদেরই মাঠে উড়িয়ে দেয় মোহনবাগান।

নাওরেমের গোলে ম্যাচের ২৭ মিনিটে প্রথম এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ যখন শেষ হয় তখনও মোহনবাগান ১-০-তে এগিয়ে। দ্বিতীয়ার্ধে নেরোকা চেষ্টা করে সমতা ফেরানোর। কিন্তু ৫৩ মিনিটের মাথায় নেরোকার জালেই বল জড়িয়ে দেন মোহনবাগানের বাবা দিওয়ারা। ২-০-তে এগিয়ে থাকা মোহনবাগানের রক্ষণ ভেঙে বেশ কয়েকবার নেরোকা হানা দিলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং ৯০ মিনিট খেলার পর ইনজুরি টাইমের ৪ মিনিটের মাথায় ম্যাচ শেষের ঠিক আগে ফের গোল পায় মোহনবাগান। কোমরন তুসুনভ ফের নেরোকার জালে বল জড়ান। মোহনবাগান জয় পায় ৩-০ গোলে।

নেরোকাকে বড় ব্যবধানে হারিয়ে মোহনবাগান লিগের শীর্ষেই রইল না আরও অনেকটা এগিয়ে গেল। মোহনবাগানের এখন ৯টি ম্যাচ খেলে পয়েন্ট ২০। দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা ৯টি ম্যাচ খেলেই সংগ্রহ করেছে ১৪ পয়েন্ট। ফলে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এবার মোহনবাগান যে ছন্দে রয়েছে তাতে তারা দ্বিতীয়বারের জন্য আইলিগ পেতেই পারে। শেষ ৫টি ম্যাচে মোহনবাগান ৪টি জিতেছে। ১টিতে ড্র। হারানোর তালিকায় রয়েছে ইস্টবেঙ্গলও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Mohun Bagan

Recent Posts