Categories: Sports

ইস্টবেঙ্গলের কাছে ২-১ হারল মোহনবাগান

Published by
News Desk

আই লিগের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হেরে গেল মোহনবাগান। এদিন শিলিগুড়িতে ২-১ গোলে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় এবারের লিগের অন্যতম দাবিদার মোহনবাগান। প্রথমার্ধের ৪০ মিনিটে ডংয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ফের সেই ডংই গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দেন। যদিও ৮৩ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে কাতসুমি একটি গোল শোধ করেন। কিন্ত তখন ম্যাচের আর সব মিলিয়ে মিনিট কয়েক বাকি। সেই সময়কে কাজে লাগিয়ে মোহনবাগানের সমতায় ফেরার সবরকম চেষ্টা ব্যর্থ করে দেয় ইস্টবেঙ্গল। একটি বিতর্কিত পেনাল্টি বাদ দিলে গোটা ম্যাচ ছিল টানাটান উত্তেজনায় ভরা। এদিনের জয়ের পর ফের লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে লাল হলুদ ব্রিগেড।

Share
Published by
News Desk

Recent Posts