Sports

স্প্যানিশ কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিল মোহনবাগান

Published by
News Desk

এবার স্প্যানিশ কোচ জোসে অ্যান্তোনিও কিবু ভিকুনা-র হাতে দলের দায়িত্ব তুলে দিলেন মোহনবাগান কর্তারা। গত শুক্রবার সেকথা ঘোষণাও করেছে মোহনবাগান। সবুজ মেরুন কোচ খালিদ জামিলের হাত থেকে দলের হেড স্যারের দায়িত্ব যাচ্ছে ভিকুনার হাতে। আপাতত পোল্যান্ডের একটি প্রথম ডিভিশন দলের কোচ হিসাবে কর্মরত ভিকুনা এবার শতাব্দী প্রাচীন মোহনবাগানের দায়িত্ব নিতে চলেছেন।

গত মরসুমে প্রথমে শঙ্করলাল চক্রবর্তীর দায়িত্ব খেলছিল মোহনবাগান। কিন্তু খারাপ ফল আসায় দ্রুত কোচ বদলে জামিলকে দায়িত্ব দেয় মোহনবাগান কর্তৃপক্ষ। জামিল দায়িত্বে থাকাকালীনই এক বিদেশি কোচের খোঁজ চালাচ্ছিল মোহনবাগান। অনেক বিদেশি কোচের তালিকাই হাতে রেখেছিল তারা। অবশেষে বেছে নিল ভিকুনাকে।

উয়েফা প্রো লাইসেন্স রয়েছে ভিকুনার। ঝুলিতে রয়েছে বিশাল অভিজ্ঞতা। তাই তাঁর হাতেই দল সঁপে নতুন মরসুম শুরু করতে চাইছে মোহনবাগান। ৪৭ বছরের ভিকুনা পোল্যান্ডে যথেষ্ট পরিচিত মুখ। পোল্যান্ডের একাধিক দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। মোহন কর্তারা জানাচ্ছেন, ভিকুনার নতুন প্রতিভাদের তুলে আনা থেকে নব্য প্রযুক্তিকে কোচিংয়ে কাজে লাগানোর দক্ষতা রয়েছে। তাই ভিকুনাকেই বেছে নিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Mohun Bagan

Recent Posts