Sports

ফিরলেন সনি, বাগান সমর্থকদের মনে বসন্তের ছোঁয়া

Published by
News Desk

সনি নর্ডি। যাঁকে মোহনবাগান সমর্থকেরা অনেকে ডাকেন এসএন ১০ নামে। সেই সনি যখন শহর ছেড়েছিলেন তখন তাঁর চোখে ছিল জল। জল ছিল সবুজমেরুন অনুরাগীদের চোখেও। হাইতির সেই তারকা ফের ফিরলেন কলকাতায়। সোমবার রাতে তাঁর বিমান কলকাতার মাটি ছোঁয়। ওই রাতেও তখন বিমানবন্দরে সবুজমেরুন সমর্থকদের ভিড়। কেউ এসেছেন ফুল হাতে। কেউ এসেছেন মোহনবাগানের জার্সি গায়ে।

দলের অন্যতম প্রধান ভরসাকে পেয়ে কার্যতই আপ্লুত মোহনবাগান অনুরাগীরা। সমর্থকদের অকুণ্ঠ অভিনন্দনে সনি নর্ডিও হয়তো আপ্লুত। তাঁকে কার্যত ঘিরে নিয়ে গাড়িতে তোলেন মোহন কর্মকর্তারা। এখন অপেক্ষা একটাই। কবে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে ফিরবেন সনি নর্ডি।

Share
Published by
News Desk
Tags: Mohun Bagan

Recent Posts