এএফসি কাপের হোম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইয়াংগন ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল মোহনবাগান। এদিন গুয়াহাটিতে বার্মিজ ব্রিগেড বাগানকে রীতিমত চাপে রেখেছিল পুরো ৯০ মিনিট। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন নর্ডি। ২১ মিনিটে আবার বিদেশিদের ধাক্কা দেন জেজে। তবে এর পরই ম্যাচে ফিরে আসে ইয়াংগন। ৩৪ মিনিটের মাথায় গোল করেন ফার্নানডেজ। মোহনবাগান প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় ফের ফার্নানডেজের গোলে ম্যাচে ফিরে আসে ইয়াংগন। তবে মাত্র ২ মিনিটের ব্যবধানে জেজের দ্বিতীয় গোলে স্বস্তির শ্বাস নেয় সঞ্জয় সেনের ছেলেরা। এই জয় দিয়ে গ্রুপ জিয়ের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ প্রশস্ত করল মোহনবাগান।