Sports

টানটান ম্যাচে আইজলকে ৩-২ গোলে হারাল মোহনবাগান

Published by
News Desk

আইলিগে ফের জয় পেল মোহনবাগান। শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আইজল এফসিকে ৩-২ গোলে হারিয়ে দেয় সঞ্জয় সেনের ছেলেরা। তবে সবুজ মেরুন শিবির যে চোট জর্জরিত তা মেনে নিয়েছেন সঞ্জয়। তা নিয়ে চিন্তাও ব্যক্ত করেছেন তিনি। এদিন চোটের জন্য মাঠে নামতে পারেননি মোহন ভরসা সনি নর্ডি। ফলে চিন্তা একটা ছিলই। কিন্তু সনির না থাকাটা পুষিয়ে দিয়েছেন স্কটিশ ফুটবলার ডাফি। এদিন খেলা শুরুর পর গা গরম হওয়ার আগেই আইজলের গোলে বল ঢুকিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন তিনি। এরপর আক্রমণ প্রতিআক্রমণের খেলায় ৪১ মিনিটে গোল শোধ দিয়ে দেয় আইজল। গোল করেন জয়েশ রানে। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে মোহনবাগান। খেলার ৬৩ মিনিটের মাথায় প্রবীর দাসের একটি নির্ভুল স্কোয়ারকে বাঁপায়ে আইজলের গোলে চালান করে দেন জেজে। ফের এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭০ মিনিটের মাথায় কর্নার পায় আইজল। কর্নার নিতে আসেন জয়েশ রানে। জয়েশের মাপা কর্নার পৌঁছে যায় অরক্ষিত আশুতোষ মেহতার কাছে। সুবর্ণ সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেন মেহতা। সুন্দর হেডে গোল পাঠিয়ে দেন জালে। ফের খেলায় সমতা ফেরে। আবার মরিয়া আক্রমণ শুরু করে সবুজ মেরুন। ৮৪ মিনিটের মাথায় ফের সুযোগ আসে। বল যায় ডারেল ডাফির পায়ে। সময় নষ্ট না করে সেই বল সজোরে গোলে পাঠিয়ে মোহনবাগানকে ফের এগিয়ে দেন এই স্কটিশ। এরপর আইজল শেষমুহুর্তে গোল শোধ দেওয়ার সবরকম চেষ্টা চালালেও তাতে লাভের লাভ কিছু হয়নি। খেলা শেষ হয় ৩-২ গোলে। ঘরের মাঠে পুরো পয়েন্ট ঘরে তুলে নেয় মোহনবাগান।

 

Share
Published by
News Desk
Tags: Mohun Bagan

Recent Posts