Categories: Sports

মোহনবাগান রত্ন পেলেন সৈয়দ নঈমুদ্দিন

Published by
News Desk

মোহনবাগান দিবস পালিত হল মোহন তাঁবুতেই। এদিন আলোর সাজে সেজে ওঠে সবুজ মেরুন তাঁবু। হাজির ছিলেন নবীন প্রবীণ খেলোয়াড় থেকে মোহন কর্তারা। ছিলেন বহু অনুরাগী। এবার মোহনবাগান রত্ন পেলেন সৈয়দ নঈমুদ্দিন। সোনি নর্ডি ও জেজেকে ২০১৫ সালের সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি দিয়েছে মোহনবাগান। এছাড়া ঋদ্ধিমান সাহা পেলেন সেরা ক্রিকেটারের পুরস্কার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকার কারণে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লকে রাজ্যের মন্ত্রী হওয়ার জন্য এদিন সম্মানিত করছে মোহনবাগান। অরুণলালকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

Share
Published by
News Desk
Tags: Mohun Bagan