Sports

ক্রিকেট খেলে ভুল করেছেন বলে মনে করছেন, প্রবল ব্যথিত প্রাক্তন ভারত অধিনায়ক

ক্রিকেট খেলে ভুল করেছেন। এখন এমনই মনে হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের। কোন যন্ত্রণা থেকে এমনটা মনে হচ্ছে তাও জানালেন।

Published by
News Desk

ভারতীয় ক্রিকেটে একসময় দাপটে অধিনায়কত্ব সামলেছেন তিনি। কলার তোলা এই কব্জির শটে রানের বন্যা বইয়ে দেওয়া ক্রিকেটারের ব্যাটে ভর করে অনেক ম্যাচে জয় পেয়েছে ভারত। সেই মহম্মদ আজহারউদ্দিন এখন মনে করছেন ক্রিকেটে খেলে ভুলই করেছেন।

কেন ক্রিকেট খেললেন তা নিয়ে আক্ষেপ তৈরি হয়েছে তাঁর মনে। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আজারহারউদ্দিন খোলসা করেছেন কেন তিনি এতটা ব্যথিত।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড থেকে তাঁর নাম সরিয়ে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এটা মেনে নিতে পারছেন না আজহারউদ্দিন।

তিনি সাফ জানিয়েছেন, এটা হৃদয়বিদারক এবং এই খেলার প্রতি অপমান। তাঁর মতে, যাঁদের খেলাটা সম্বন্ধে সামান্যও ধারনা নেই, তাঁরাই এখন নেতৃত্ব দিচ্ছেন। আজহারউদ্দিন এও জানান, এটা তিনি এখানেই ছেড়ে দেবেন না। তিনি আইনি পদক্ষেপের পথে হাঁটবেন।

বিসিসিআই-কেও বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে অনুরোধ করেছেন আজহারউদ্দিন। তাঁর মতে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ-ও ক্ষোভ উগরে দিয়েছে। বিসিসিআই-য়ের তাই বিষয়টিতে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বলে মনে করছেন আজহার।

আজহারউদ্দিন আরও জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনেক দুর্নীতি তিনি ফাঁস করে দেওয়ায় তাঁকে এখন অ্যাসোসিয়েশনের নির্বাচনেও দাঁড়াতে দেওয়া হয়না। এই দুর্নীতি ফাঁস করে দেওয়ার জন্যই তাঁকে টার্গেট করা হচ্ছে।

প্রসঙ্গত সেপ্টেম্বর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন মহম্মদ আজহারউদ্দিনই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts