Entertainment

তৈরি হচ্ছে মোদীজি কি বেটি

Published by
News Desk

মোদীজি কি বেটি। নামে ওই মোদীজি শব্দটা না থাকলে হয়তো এতটা উন্মাদনা থাকত না। কিন্তু ওটাই হয়তো টুইস্ট। কেউ জানেননা এর বিষয়বস্তু কী! গল্প কী! শুধু এটুকু সামনে এসেছে যে এমনই নাম দিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে। আপাতত রান্নাঘরে তৈরি হচ্ছে সেটি। অর্থাৎ প্রোডাকশন চলছে। সিনেমাটি তৈরি করছেন একজন বিজ্ঞাপন প্রস্তুতকারক। এটাই তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। অর্থাৎ পরিচালক হিসাবে ডেবিউ সিনেমা।

পরিচালক এডি সিং এই সিনেমা সম্বন্ধে সামান্য ইঙ্গিত দিয়েছেন। এটুকু তারফলে জানা গেছে যে এটি একটি কমেডি অ্যাকশন সিনেমা। এর বাইরে আর একটি তথ্যও বাইরে আসেনি। তবে সিনেমাটি নিয়ে উন্মাদনার পারদ কিন্তু চড়ে গেছে গোয়ার ফিল্ম বাজার-এ। এই সিনেমা নিয়েই কিনা জানা নেই, তবে এডি ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের মধ্যে বেশ হাসাহাসি সকলের নজর কেড়েছে।

এডি অবশ্য মন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় বেজায় খুশি। এছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিরও অনেকের সঙ্গে তাঁর আলাপ হয়েছে। এমন একটা জায়গায় তাঁর প্রথম সিনেমা মোদীজি কি বেটি-র কথা জানাতে পেরে এবং তা শোনার পর সিনেমাটি নিয়ে উন্মাদনা দেখে আপ্লুত এডি। তাঁর মতে এটি হাসির সিনেমা হলেও এই সিনেমায় একটি সামাজিক বার্তাও রয়েছে। কারা রয়েছেন এই সিনেমায়? না, সে সম্বন্ধেও আপাতত মুখ খুলতে নারাজ এডি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk