SciTech

৫০টির ওপর চিনা অ্যাপকে লাল পতাকাভুক্ত করল ভারত

৫২টি চিনা অ্যাপকে লাল পতাকাভুক্ত তালিকায় ফেললেন ভারতীয় গোয়েন্দারা। সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।

Published by
News Desk

নয়াদিল্লি : টিকটক, ইউসি ব্রাউজার, নিউজডগ, ভিগো ভিডিও, উইচ্যাট সহ ৫২টি চিনা মোবাইল অ্যাপকে লাল পতাকাভুক্ত করল ভারত। গ্রাহকদের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। সরকার চাইছে হয় এই অ্যাপগুলিকে বন্ধ করে দেওয়া হোক অথবা মানুষ এইসব অ্যাপের ব্যবহার বন্ধ করে দিন। যাতে তাঁর গোপনীয়তা রক্ষা পায়।

লাদাখকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকার পর ভারত এমন একটি রাস্তায় হাঁটল। তাছাড়া ভারত জুড়ে ক্রমশ চিনা দ্রব্য বর্জন নিয়ে সোচ্চার হচ্ছেন মানুষ। চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়ে রাস্তায় নামছেন অনেকে। সীমান্তে চিনা আগ্রাসন নীতির প্রতিবাদ করেই এই বয়কটের ডাক দিচ্ছেন সকলে। এই বয়কটের ডাকেরও একটা প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

দেশের সুরক্ষার প্রশ্নে চিনা অ্যাপগুলি নিয়ে কী করা যেতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যে অ্যাপগুলি আরও রয়েছে এই তালিকায় তার মধ্যে রয়েছে জেন্ডার, শেয়ারইট, ওয়েইবো, ইউসি নিউজ, বিউটিপ্লাস, হেলো, লাইক, ফোটো ওয়ান্ডার, এপাস ব্রাউজার, পারফেক্ট কর্প, সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার, ডিইউ ব্যাটারি সেভার, ডিইউ ক্লিনার, কিউকিউ প্লেয়ার, কিউকিউ মিউজিক, কিউকিউ লঞ্চার, কিউকিউ মেল, কিউকিউ নিউজফিড, উইসিঙ্ক, সেলফিসিটি, ক্ল্যাশ অফ কিংস, মেল মাস্টার এবং আরও বেশ কিছু মোবাইল অ্যাপ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts