SciTech

দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কত, ১ মাসে কতজন বাড়ল

দেশের যে প্রান্তেই যাওয়া যাক মানুষের হাতে বা পকেটে একটি বস্তু ঠিকই নজর কাড়ে। সেটা মোবাইল। ফলে ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও ভাবনার অতীত হবে।

Published by
News Desk

ভারতে এখন মানুষের পকেটে যে টাকাই থাক, হাতে একটা মোবাইল ফোন ঠিকই থাকে। এখন ছোট ফোন বা বেসিক ফোন খুব কম মানুষই ব্যবহার করেন। সকলের হাতেই স্মার্টফোন। সে হাতে স্মার্টফোনই থাক বা বেসিক ফোন, মোবাইল সংযোগ তো সব ফোনেই লাগবে।

এত মানুষের হাতে হাতে ফোন যে দেশে সে দেশে ঠিক কতগুলি মোবাইল সংযোগ রয়েছে? এ প্রশ্ন মনে আসতেই পারে। যার উত্তর কিছুক্ষণের জন্য থমকে দিতে পারে সকলকে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী ভারতে এখন মোট মোবাইল সংযোগ রয়েছে ১২২ কোটির আশপাশে। যা শুনে অনেকেই কিছুক্ষণের জন্য থমকে যেতে পারেন। তবে মোবাইল সংযোগ কিন্তু একজনের একাধিকও থাকে। সেটাও মাথায় রাখতে হবে।

কেবল জুন মাসেই ভারতে মোবাইল সংযোগ বেড়েছে ০.৯৩ শতাংশ। যা প্রতি মাসে বেড়েই চলেছে। ফলে ভারতে মোবাইল ব্যবহারকারী মানুষের সংখ্যা এবং একাধিক নম্বর রাখার প্রবণতা বেড়েই চলেছে। যা যথেষ্ট নজর কাড়ছে।

ভারতে ব্রডব্যান্ড পরিষেবা গ্রহণকারীর সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৯৮ কোটি ব্রডব্যান্ড সংযোগ রয়েছে ভারতে। ১ কোটি ৩৫ লক্ষের ওপর মানুষ গত ১ মাসে মোবাইল সংযোগ পরিবর্তন বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি-র জন্য আবেদন করেছেন।

এতে নম্বরটি একই থাকলেও মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থা বদলে যায়। ভারতে মোবাইল সংযোগের এই বাড়বাড়ন্ত কিন্তু বেশ নজরকাড়া। যা থেকে সারাবছরে রাজস্বও কম আদায় হয়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts