SciTech

৫জি নিয়ে এত হইচই, কিন্তু সাধারণ মানুষ কি আদৌও ৫জি নিতে ইচ্ছুক

এখন স্মার্টফোনের যুগ। যেখানে এখন ৪জি গতিতে এ দেশে ইন্টারনেট পাওয়া যায়, তা এবার ৫জি হতে চলেছে। কিন্তু দেশের মানুষ কি আদৌ তা নিতে চান? তাঁদের কি মত।

Published by
News Desk

স্মার্টফোনে এখন আর শুধু ফোন হয়না। সিনেমা দেখা, গান শোনা, ভিডিও গেম খেলা, সোশ্যাল মাধ্যমে যুক্ত থাকা, ইন্টারনেটে তথ্য খোঁজা এবং এমন সব কাজই হচ্ছে একটা ফোন দিয়ে। এসব কাজ যাতে অতি দ্রুত হতে পারে সেজন্য দরকার ইন্টারনেটের গতি। এখন তা পাওয়া যাচ্ছে ৪জি-তে, যেখানে চাইলে অচিরেই ৫জি পেতে পারবেন গ্রাহকরা।

তাতে তাঁদের মুঠোফোনে যে কোনও কাজের গতি বাড়বে। হালেই ৫জি স্পেকট্রাম নিলামও হল। কিন্তু যে ৫জি নিয়ে এত হইচই তা কি সাধারণ মানুষ আদৌ নিতে ইচ্ছুক? সেটা জানাটা আবশ্যক। আর তা খুঁজতে গিয়ে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তা বেশ উল্লেখযোগ্য।

দেখা যাচ্ছে ভারতে কিন্তু ৫জি নেওয়ার জন্য কার্যত মুখিয়ে আছেন অধিকাংশ মানুষ। ৮৯ শতাংশ মানুষ ৫জি এলেই তাতে চলে যেতে চান।

এমনকি এর মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষ চাইছেন প্রয়োজন পড়লে তাঁরা তাঁদের বর্তমান মোবাইল সংযোগ বদলে অন্য পরিষেবা প্রদানকারী সংস্থায় পোর্ট করিয়ে নেবেন। যারা তাঁদের ৫জি পরিষেবা দেবে।

বেশ অবাক করে মাত্র ২ শতাংশ মানুষ তাঁদের ৪জি সংযোগ বদল করতে ইচ্ছুক নন। এদিকে কিছু মানুষ অপেক্ষা করতে চান কিছুটা সময়। তাঁরা চাইছেন ৫জি অন্যরা ব্যবহার করার তা আদৌ কতটা কার্যকরী তা পরীক্ষা করতে। তারপর ব্যবহারকারীদের রিপোর্ট শুনে নিজের সংযোগ বদলে ফেলতে চাইছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts