Entertainment

মন ভাল নেই, জন্মদিন পালন করলেন না মিঠুন

একেবারেই মন ভাল নেই। তাই জন্মদিন পালন থেকে এবার বিরত থাকলেন মিঠুন চক্রবর্তী।

Published by
News Desk

মুম্বই : বলিউডে এক সময় রাজত্ব করা মিঠুন চক্রবর্তীর মন ভাল নেই। জন্মদিন পালনের মত মুডে তিনি নেই। তাই জন্মদিন পালন থেকে নিজেকে বিরতই রাখলেন মিঠুন চক্রবর্তী। ১৬ জুন মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাঁর ছেলে নমশি চক্রবর্তী জানিয়েছেন, তাঁর বাবা এবং তিনি স্থির করেছেন যে এবার জন্মদিন পালন করা হবেনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তার অন্যতম কারণ বলেই জানিয়েছেন নমশি।

সুশান্ত সিং রাজপুতের এভাবে হঠাৎ করে চলে যাওয়ার পাশাপাশি তাঁদের মন ভাল নেই করোনা প্যানডেমিকের জন্যও। সারা বিশ্বজুড়ে যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে তাতে মিঠুন চক্রবর্তী তাঁর জন্মদিন পালনের মত মনের অবস্থায় নেই। সকলকে সম্ভব হলে যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শই দিয়েছে চক্রবর্তী পরিবার।

সুশান্তের মৃত্যু নিয়ে শোকস্তব্ধ নমশি আরও জানিয়েছেন, সকলের উচিত সময় বার করে তাঁদের সমস্যা নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে আলোচনা করা। কথা বলা। কারণ অবসাদ হল সবচেয়ে বড় হত্যাকারী। প্রসঙ্গত নমশি বলিউডে ডেবিউ করতে চলেছেন। ব্যাড বয় নামে একটি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk