Entertainment

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

চলচ্চিত্র জগতের অনন্য সম্মান পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী। সকলের মিঠুনদার এই প্রাপ্তিতে খুশি বঙ্গবাসী। খুশি মিঠুন চক্রবর্তী নিজেও।

Published by
News Desk

চলচ্চিত্র জগতের সকলের স্বপ্ন থাকে এই সম্মান পাওয়ার। তবে তা পান হাতেগোনা কয়েকজনই। অবশ্যই ভারতীয় চলচ্চিত্র জগতের অনন্য সম্মান। সেই সম্মানের জন্য এ বছর বেছে নেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন।

মিঠুন চক্রবর্তী জানান, তিনি অত্যন্ত খুশি। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এ বছর দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। যে জুরি এই সিদ্ধান্ত নেয় তারাই মিঠুন চক্রবর্তীর নাম স্থির করেছে।

আগামী ৮ অক্টোবর জাতীয় পুরস্কার প্রদানের দিনই মিঠুন চক্রবর্তীর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। তাঁর হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। ভারতীয় সিনেমায় মিঠুন চক্রবর্তীর সারা জীবনের অবদানের জন্য এই সম্মান তাঁকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

মিঠুন চক্রবর্তীর ১৯৭৬ সালে মৃণাল সেনের তৈরি মৃগয়া সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখা। সেই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান মিঠুন।

আত্মপ্রকাশেই নজর কাড়েন সকলের। মৃগয়া শুধু ভারতের বক্স অফিসেই সাড়া ফেলেনি, বিদেশেও সাফল্য পায়। সবচেয়ে বেশি সাফল্য আসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে।

এরপর ১৯৮২ সালে ডিস্কো ড্যান্সার সিনেমার জন্য মিঠুন ভারতের আপামর জনগণের মনে জায়গা করে নেন। সেই সিনেমা সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপ, তুরস্ক, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সাড়া ফেলেছিল।

জীবনে অনেক সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। এখনও অভিনয় করে চলেছেন। বাংলার সকলের প্রিয় মিঠুনদার দাদা সাহেব প্রাপ্তি পুজোয় বাঙালির কাছে একটা বড় উপহারের মত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share