Sports

মিতালির বিশ্বরেকর্ড!

Published by
News Desk

মহিলা ক্রিকেটে বিশ্ব ইতিহাসে নাম তুলে ফেললেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। চলতি মহিলা বিশ্বকাপ ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন মিতালি। প্রতিযোগিতা শুরু করেছিলেন মহিলা একদিনের ক্রিকেটে বিশ্বের প্রথম মহিলা হিসাবে টানা ৭টি ম্যাচে ৫০ রান পার করার রেকর্ড গড়ে। বুধবার করে ফেললেন আর এক রেকর্ড। কোনও মহিলা ক্রিকেটার হিসাবে এই প্রথম মহিলা একদিনের ক্রিকেটে ৬ হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। ভেঙে দিলেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের ৫৯৯২ রানের রেকর্ড।

এদিন ৩৪ রান করলেই মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারী হবেন, এই অবস্থায় খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিতালি করেন ৬৯ রান। ফলে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারিণী হওয়ার পাশাপাশি তিনি পার করলেন ৬ হাজার রানের সীমাও। যা এখনও কোনও মহিলা ক্রিকেটারের ব্যাট থেকে আসেনি। ১৯৯৯ সালে ভারতীয় দলে হাতেখড়ি মিতালির। তারপর থেকে নিজের অসাধারণ প্রতিভার গুণে এখনও দলে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts