Sports

মিতালি রাজকে পোশাক নিয়ে সোশ্যাল সাইটে আক্রমণ

Published by
News Desk

পরনে কালো স্প্যাগেটি। কিঞ্চিত বেরিয়ে বক্ষ বিভাজিকা। এতেই তোলপাড় সোশ্যাল সাইট। গেল গেল রব তুলে ‘সংস্কারি’ মানুষজন এমন পোশাক থেকে দূরে থাকার ভুরি ভুরি জ্ঞান শোনালেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা মিতালি রাজকে। এমন পোশাক কেন পরেছেন তা নিয়েও প্রশ্ন তুলে কড়া সমালোচনাও করেছেন তাঁরা। তাঁর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় একটি ছবি তোলেন ৩৪ বছরের এই ক্রিকেট তারকা। সেই ছবি ট্যুইটারে পোস্টও করেন। তারপরই নীতিকথার বন্যা বয়ে যায়।

যদিও মিতালি রাজ এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর পাশে দাঁড়িয়ে পাল্টা ট্যুইটও হয়েছে প্রচুর। সেখানে তাঁর ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে ‌যাঁরা নীতিকথা শোনাচ্ছেন তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রশ্ন উঠেছে বিরাট কোহলি জামা খুললে কোনও সমস্যা হয়না আর মিতালির এই ছবিতে এত শোরগোল!

প্রসঙ্গত কিছুদিন আগে মিতালির বগলের কাছে ঘামে জামা ভিজে থাকা ছবি ঘিরেও ট্যুইটারে শোরগোল পরেছিল। যদিও সেক্ষেত্রে উত্তরটা মিতালি নিজেই শুনিয়ে দিয়েছিলেন।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk

Recent Posts