World

ইংরাজির ৮ নাকি বাদামের খোলা, ৪১ বছরেও স্থির করা গেলনা

৪১ বছর কেটে গেছে। কিন্তু কারও মনে ওটা ইংরাজি সংখ্যার ৮। আবার অন্যদের মতে, ৮ নয় ওটা বাদামের খোলা। এটাই এখনও স্থির করা গেলনা।

Published by
News Desk

৪১ বছরের জন্মদিনটা পালন করা হয়ে গেল। বেশ রং বেরংয়ের জন্মদিন পালিত হল। নানা অনুষ্ঠান হল। সবাই তাকে বাদাম বলেই ডাকলেন। কিন্তু সেই প্রশ্নটা আজও রয়ে গেল। কারও মতে ওটা বাদামের খোলা নয়, বরং ইংরাজির ৮। অর্থাৎ এইট।

সেটাই বেশি মানানসই হয় তার গড়নের সঙ্গে। কিন্তু যাঁরা বাদামের খোলা বলছেন তাঁরা কি ভুল! একেবারেই নয়। কারণ ওটাকে বাদামের খোলা বললেও ভুল বলা হবেনা।

যদিও যাকে নিয়ে এই এইট নাকি বাদামের খোলা, এই নিয়ে বিতর্ক, তার এসব জানাও নেই। সে দিব্যি তার মন্থর চালে ৪১ বছর পূর্ণ করে বহাল তবিয়তে প্রকৃতির বুকে ঘুরে বেড়াচ্ছে।

আসলে একটি কচ্ছপের কথা হচ্ছে। কচ্ছপের পিঠের খোলটি কেমন হয় তা সকলের জানা। কিন্তু এই কচ্ছপটি সেখানেই আলাদা। তার পিঠের খোলটিকে যেন মাঝখান থেকে কেউ দুদিক থেকে চেপ্টে দিয়েছে। ফলে তা চিনাবাদামের খোলার মত দেখতে হয়েছে। আবার ইংরাজির ৮-এর মত বললেও ভুল হবেনা।

তারই জন্মদিন পালিত হল মিসৌরিতে। সেখানকার পাওডার ভ্যালি কনজারভেশন নেচার সেন্টারে পালিত হল পিনাট নামে ওই কচ্ছপের ৪১ তম জন্মদিন।

রেড ইয়ার্ড স্লাইডার টার্টল প্রজাতির ওই কচ্ছপটি তার চেহারার জন্য রীতিমত জনপ্রিয়। বিভিন্ন ধরনের পোকা ও ঝিঁঝিঁপোকা সাজিয়ে দেওয়া হয় তাকে। যা কচ্ছপদের বিশেষ পছন্দের খাবার।

Share
Published by
News Desk