World

অপারেশন হল ২ মাথার সাপের, এখন দরকার বিশ্রাম

২ মাথার সাপ বিরল হলেও একেবারে দেখা যায়না এমনটা নয়। তেমনই একটি ২ মাথার সাপের অপারেশন হল। সুস্থ হতে তাকে থাকতে হবে দীর্ঘ বিশ্রামে।

Published by
News Desk

২ মাথার সাপ। মাথার কিছুটা আগে থেকে শরীর যেন বিভাজিত হয়ে ২ ভাগে ভাগ হয়ে যায়। ২ মাথা তৈরি হয়ে যায়। কিন্তু সাপটি বেঁচে ছিল। তার কোনও সমস্যা সে অর্থে হচ্ছিল না। এই ২ মাথার সাপেরই সম্প্রতি অপারেশন হল। অপারেশনটি জটিল ছিল।

কিন্তু পশু চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় অপারেশন সফল হয়। যদিও অপারেশনের পর টাইগার লিলি নামে ওই সাপটির শারীরিক অবস্থা বেশ দুর্বল।

তাই তাকে আপাতত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে একটা বড় সময় হাসপাতালেই কাটাতে হবে। তার শারীরিক অবস্থার দিকে নজর রাখবেন চিকিৎসকেরা। সাপটির সমস্যা জানাই যেত না তাকে উদ্ধার করে না আনা হলে।

টাইগার লিলির সমস্যা জটিল আকার নেয় তার ডিম্বাশয়ে। সাপদের ক্ষেত্রে এই ডিম্বাশয়ের মধ্যেই ক্রমশ বড় হতে থাকে ডিম। যা এক সময় প্রসবের মত পাড়ে সাপ। তারপর প্রকৃতির নিয়মে সেই ডিম ফুটে সাপ শাবক বেরিয়ে আসে।

টাইগার লিলির ক্ষেত্রে ডিম্বাশয়ে ডিম বড় হচ্ছিল না। কিন্তু ভিতরে ভিতরে যেমন যা প্রক্রিয়া হওয়ার হচ্ছিল। চিকিৎসকেরা বুঝতে পারেন এভাবে কঠিন সংক্রমণের শিকার হতে পারে ওই ২ মাথার সাপটি।

তাই দ্রুত অপারেশন করে তার ডিম্বাশয়টি বাদ দিয়ে দেন তাঁরা। টাইগার লিলি নামের ২ মাথার সাপটি আদপে এক ধরনের ওয়েস্টার্ন ব়্যাট স্নেক। আমেরিকার মিসৌরির একটি পশু চিকিৎসাকেন্দ্রে তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts