ভিনগ্রহের যান বা ইউএফও, প্রতীকী ছবি
২০২০ সাল। বিশ্বটা যেন থমকে গিয়েছিল। অধিকাংশ জায়গায় মানুষ গৃহবন্দি। সারাদিন বাড়িতে থাকতে থাকতে আর এক অজানা ব্যাধির আতঙ্ক বুকে করে দিন কাটাচ্ছিলেন মানুষজন। বাড়ির চার দেওয়ালে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা শরীর মন চাইছিল বাইরের একটু তাজা বাতাস।
রাতে কেউ কোথাও নেই। তিনি তাই বাড়ি থেকে সামনেই বার হন একটু তাজা বাতাস পেতে। চারধার অন্ধকার, সুনসান। এমন সময় একটি ঝলমলে আলো তাঁর নজরে আসে।
প্রথমে তাঁর মনে হয় এটা কোনও বিমান, কিন্তু ভাল করে দেখতেই তিনি হতবাক হয়ে যান। ওটা ছিল একটা ইউএফও বা ভিন গ্রহের জীবদের যান। দেখতে ছিল তিন কোণা।
এমন ২টি যান সেদিন এসেছিল। তবে সামান্য সময়ের মধ্যেই তারা ফের উড়ে যায়। এর প্রায় ১ মাস পর ফের তাঁর সঙ্গে দেখা হয় ভিনগ্রহের জীবদের। এমনই দাবি করেছেন আমেরিকার মিসৌরির বাসিন্দা ২৯ বছরের যুবতী লিলি নোভা।
লিলি আরও দাবি করেছেন যে তিনি ভিনগ্রহের জীবদেরও দেখেছেন। তাদের গায়ের চামড়ার রং নীল। চোখ নীল। প্রথমবার তিনি একটি মেয়েকে দেখেন। সে সুন্দরী কিন্তু তার মাথায় চুল ছিলনা।
ভিনগ্রহের মানুষদের কারও মাথায়ই চুল নেই বলে দাবি করেছেন লিলি। তবে তিনি প্রথমদিকে এদের নিয়ে আতঙ্কে ছিলেন। পরে সেই ভয় কেটেও যায়।
এখন তাঁকে টেলিপ্যাথিতে ছবি পাঠায় ভিনগ্রহের জীবরা বলেও দাবি লিলির। লিলির এই দাবি কিন্তু গোটা বিশ্বের মানুষকে হতবাক করেছে।