World

খেলা নিয়ে ঝগড়ার মাঝে এক খেলোয়াড়ের নাক কামড়ে দিলেন অন্য খেলোয়াড়

খেলা নিয়ে কথা কাটাকাটি তো হতেই পারে। খেলোয়াড়দের ভিন্ন মত থাকতেই পারে। তা বলে একেবারে নাকে দাঁত বসিয়ে দিলেন অন্য খেলোয়াড়।

Published by
News Desk

খেলা নিয়ে ঝগড়া শুরু হয়েছিল অনেক আগেই। কথা কাটাকাটি পর্ব চলছিলই। কেউই কাউকে ছাড়বেন না। ২ জনই নিজের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে গলা ফাটাচ্ছিলেন। এভাবে ক্রমশ রাত নামে।

এবার বাড়ি ফেরার পালা। ফলে তাঁরা একরকম ঝগড়া করতে করতেই পার্কিংয়ে এসে হাজির হন। দিনভর চলার পর এই সময় যেন আরও সুর চড়ে ঝগড়ার। আর ঠিক সেই সময় এক খেলোয়াড়ের নাকে দাঁত বসিয়ে দেন অন্য খেলোয়াড়।

নাক কেটে যায়। মুখ বদলে যায় নাকের ক্ষতে। এদিকে নাকে দাঁত বসিয়ে তারপর আর ঝগড়া না করে দ্রুত নিজের গাড়িতে এলাকা ছাড়েন যিনি দাঁত বসিয়েছিলেন তিনি।

পুলিশ এসে রক্তাক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি-তে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশ খবর পেয়ে হলিউড ক্যাসিনো-র পার্কিং লটে হাজির হয়।

তার আগেই অবশ্য নাকে কামড় বসিয়ে চম্পট দেন মার্ক ওয়েলস নামে ৫১ বছর বয়সী ওই গলফ খেলোয়াড়। ঝগড়া কাছের একটি গলফ ক্লাবে খেলতে এসেই শুরু হয়েছিল ২ জনের। সেটাই নাকে কামড় দিয়ে শেষ হয়।

পরে মার্ককে গ্রেফতার করে পুলিশ। অবশ্য জামিনে ছাড়াও পেয়েছেন তিনি। এমন ঘটনা স্থানীয় গলফ ক্লাবের অনেক খেলোয়াড়কেই অবাক করেছে। গলফ খেলা নিয়ে ঝগড়া যে এমন রক্তাক্ত কামড়েও পৌঁছে যেতে পারে তা ভাবতেও পারছেন না তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts