Entertainment

করোনায় কাবু ভারত সুন্দরী, থমকে গেল বিশ্ব প্রতিযোগিতা

করোনার শিকার হয়েছেন অনেকেই। বিশ্ব সুন্দরীরাও সেই কোপে পড়ছেন। যার প্রভাব পড়ল সরাসরি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়। থমকে গেল প্রতিযোগিতা পর্ব।

Published by
News Desk

আয়োজনে খামতি ছিলনা। বিশ্ব সুন্দরীরাও হাজির হচ্ছিলেন একে একে। সকলেই নিজেদের ঘষেমেজে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে।

অপেক্ষা ছিল একটাই। কবে আসবে সেই দিনটা। যেদিন তিনি তাঁর রূপে গুণে মুগ্ধ করে মাথায় পড়বেন বিশ্ব সুন্দরীর শিরোপা। কিন্তু তাঁদের সেই স্বপ্নে গ্রহণ লাগল এবার।

এজন্য কাঠগড়ায় উঠেছে করোনা। একে একে বেশ কয়েকজন সুন্দরী করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যে তালিকায় ভারত সুন্দরীও রয়েছেন। ভারত সুন্দরী মনসা বারাণসী করোনা সংক্রমণের শিকার হয়েছেন।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোয় এবার আয়োজন হয়েছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার। সমুদ্র ঘেরা অপরূপ এই জায়গা।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ২০২১-এর সব আয়োজনও সম্পূর্ণ হয়েছিল। বাকি ছিল সেই মুহুর্তের। যখন বিভিন্ন দেশের সেরা সুন্দরীরা নিজেদের বিশ্বের সেরা সুন্দরী প্রমাণ করার লড়াইটা লড়বেন।

ঠিক তার আগেই একাধিক সুন্দরী করোনা আক্রান্ত হওয়ায় থমকে যায় প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানিয়েছেন যে ড্রেসিংরুমে সুন্দরী প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা সাজবেন এবং যে স্টেজে তাঁরা হাজির হবেন, এই ২ জায়গায় সংক্রমণের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

এদিকে যাঁরা হাজির হয়েছিলেন এবং যাঁরা করোনা সংক্রমিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পর তাঁরা দেশে ফিরে যাবেন। আপাতত যা শোনা যাচ্ছে তাতে ৯০ দিন পর ফের এই প্রতিযোগিতার আসর বসতে পারে। তবে তা পরে ঘোষণা করে দেওয়া হবে। তাও স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts