World

মিস ইন্টারন্যাশনাল খেতাব গেল ইন্দোনেশিয়া‌য়

Published by
News Desk

২০১৭-র মিস ইন্টারন্যাশনালের মুকুট গেল ইন্দোনেশিয়ার ঘরে। ২১ বছরের সুন্দরী কেভিন লিলিয়ানার মাথায় উঠল মিস ইন্টারন্যাশনালের হিরের তাজ। জাপানের রাজধানী টোকিওতে এ বছরের মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের হয়ে প্রথম মিস ইন্টারন্যাশনাল খেতাব এনে দেন সুন্দরী লিলিয়ানা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছেন কুরাকাওয়ের উইলহেলমিনা মারিয়া। তৃতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হল ভেনিজুয়েলার ডায়না মারকারেনা গ্রেসিয়াকে।

তবে মূল খেতাব ছাড়াও এবারের প্রতিযোগিতায় বিগত বছরগুলোর মতই অন্যান্য একাধিক পুরস্কার ছিল। সেরা আকর্ষণীয় শারীরিক গঠনের খেতাব ছিনিয়ে নিলেন অস্ট্রেলিয়ার আম্বের ডিউ। অন্যদিকে শ্রেষ্ঠ পোশাকসজ্জার পুরস্কারটিও ছিনিয়ে নিয়েছেন এবছরের মিস ইন্টারন্যাশনাল লিলিয়ানা। বিশ্বের ৭১ জন মারকাটারি সুন্দরী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে সমান টক্কর দিয়ে শেষ হাসিটা কিন্তু হাসলেন ইন্দোনেশিয়ান সুন্দরী।

Share
Published by
News Desk