Categories: World

জামাত নেতার মৃত্যুদণ্ড বহাল

Published by
News Desk

জামাত নেতা মীর কাশেম আলির মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তাঁর বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ প্রমাণ হওয়ার পর মীর কাশেম আলিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।

সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন জামাত নেতা তথা দেশের মিডিয়া টাইকুন মীর কাশেম। ১৬ মাস পর সেই মামলার রায় ঘোষিত হল মঙ্গলবার।

সুপ্রিম কোর্টের রায়ের পর ৬৩ বছরের মীর কাশেম আলির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাঁর বিরুদ্ধে প্রধাণ অভিযোগ ছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের লড়াইয়ে সামিলদের যন্ত্রণা দিয়ে হত্যার একটি কেন্দ্র চালাতেন।

Share
Published by
News Desk
Tags: Bangladesh

Recent Posts