World

বিমানে অশান্তি ছড়াল শান্তির দূত, এগিয়েও ফিরতে হল বিমানকে

বিমানে শান্তির দূতের জোড়া হানায় অশান্তি ছড়াল। যদিও এই ঘটনায় তাদের কতটা দোষ তা বোঝা মুশকিল। কিন্তু যাত্রীদের মধ্যে হাসির রোল আর হয়রানি ২ হল সমান তালে।

Published by
News Desk

বিমানটি উড়ানের জন্য তৈরি হচ্ছিল। যাত্রীরা সকলে উঠে পড়েছিলেন। ঠিক সেই সময় আচমকা যাত্রীদের মধ্যে হইচই পড়ে গেল। ইনি এলেন কোথা থেকে! যাত্রীরা দেখলেন তাঁরা আকাশে ডানা মেলার আগেই তাঁদের মাথার ওপর দিয়ে ডানা মেলে বেরিয়ে গেল একটি পায়রা।

বিমানে পায়রা! পায়রাটি উড়ছে বিমানের মধ্যে। ফলে যাত্রীরা আতঙ্কিত। পায়রা যদি কাউকে ঠুকরে দেয়! বা কারও কোনও ক্ষতি করে! যদিও তার আগেই বিমান সংস্থার এক কর্মী এসে পায়রাটিকে পাকড়াও করেন।

পায়রা ধরা পড়েছে। ফলে বিমানের পাইলটও নিশ্চিন্তে টার্মিনাল ছেড়ে বিমানটিকে নিয়ে এগিয়ে গেলেন। কিন্তু তখনও অনেক কিছু অপেক্ষা করছিল।

বিমানটি এগিয়ে যাওয়ার পর আচমকা আর একটি পায়রা বেরিয়ে উড়তে শুরু করে। যাত্রীদের মাথার ওপর দিয়ে সে ডানার ঝাপটা দিয়ে উড়তে শুরু করে। এ আবার কোথায় ছিল! পাইলটের কাছে খবর যেতেই তিনি বিমানটিকে ফিরিয়ে আনেন টার্মিনালে।

এক যাত্রী তাঁর জ্যাকেট দিয়ে পায়রাটিকে ধরার চেষ্টাও করেন। কিন্তু ব্যর্থ হন। স্বভাবতই যাত্রীদের মধ্যে ফের হইচই পড়ে যায়। অবশেষে যে বিমানকর্মী আগের পায়রাটিকে ধরেছিলেন তিনিই এসে এ পায়রাটিকেও পাকড়াও করেন।

প্রায় ১ ঘণ্টা পর বিমানটি অবশেষে ছাড়ে। আমেরিকার মিনেসোটা থেকে উইসকনসিন পর্যন্ত রুটের ডেল্টা এয়ারের এই বিমানটির পায়রা কাণ্ড রীতিমত খবর হয়ে যায়।

Share
Published by
News Desk

Recent Posts