কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বাথরুম, প্রতীকী ছবি
এ এক অন্য প্রেমকথা সামনে এল। বাথরুমের মধ্যে থেকে প্রেমপত্র পাওয়া গেল। স্বামী স্ত্রী শখ করে তাঁদের বাথরুমটিকে নতুন ভাবে সাজিয়ে তুলতে চেয়েছিলেন। সেজন্য বাথরুমের নানা জায়গা ভেঙে ফেলা হয়। যাতে সেখানে তাঁদের ইচ্ছামত করে সাজিয়ে তোলা যায় সেটিকে।
এমন করতে গিয়েই বাথরুমের একটা অংশে ভাঙাচোরার পর দেওয়ালের ইটের গাঁথনির তলায় অতি সন্তর্পণে রাখা কয়েকটি জিনিস উদ্ধার হয়। যাকে ওই দম্পতি গুপ্তধন পাওয়ার সঙ্গে তুলনা করছেন।
সেই কয়েকটি জিনিসের সঙ্গেই ২টি প্রেমপত্র হাতে পান তাঁরা। ১০০ বছরের পুরনো সেই ২টি প্রেমপত্র এতদিন পরও কিন্তু পরিস্কার করেই পাঠযোগ্য। তবে একটু খারাপ হয়ে গেছে পাতা।
প্রেমপত্র ২টি এক কিশোরের লেখা। যে ২ তরুণীকে ২টি আলাদা প্রেমপত্র লেখে। তারপর কোনও কারণে সে ২টি এভাবে বাথরুমের মধ্যে লুকিয়ে রাখে।
বাথরুম থেকে শুধু যে ২টি প্রেমপত্র পাওয়া গিয়েছে তাই নয়, এছাড়া পাওয়া গিয়েছে কয়েকটি ব্লেড, ওষুধ রাখার কৌটো, গ্লিসারিন, গোলাপ জল। বাথরুমে যা ব্যবহার হয় এমন সব জিনিসই পাওয়া গিয়েছে। তবে সবই শতাধিক বছর পুরনো।
তবে বাকিগুলির চেয়েও অনেক বেশি নজর কেড়েছে ওই ২ প্রেমপত্র। যে ২টি প্রেমপত্র বারবার করে পড়ে ফেলেছেন ওই দম্পতি। এমনকি সংবাদমাধ্যম থেকে যাঁরাই এসেছেন তাঁদের দেখিয়েছেন, পড়ে শুনিয়েছেন সেই ২ প্রেমরসে ভরপুর চিঠি।