World

সবচেয়ে কম সময়ে ২ বার এভারেস্ট জয়, রেকর্ড গড়লেন মিঙ্গমা

এভারেস্টে একাধিকবার চড়ার রেকর্ড আগেই আছে। অনেকের আছে। কিন্তু সবচেয়ে কম সময়ের ব্যবধানে ২ বার এভারেস্ট জয় করে নয়া রেকর্ড গড়লেন মিঙ্গমা।

Published by
News Desk

চলতি মরসুমেই একটি রেকর্ড ইতিমধ্যেই তৈরি হয়েছে। ২৫ বার এভারেস্টের মাথায় চড়ে বিশ্বরেকর্ড গড়েছেন কামি রিটা শেরপা। এবার অন্য এক বিশ্বরেকর্ড গড়লেন আর এক শেরপা। নাম মিঙ্গমা তেনজি শেরপা।

সবচেয়ে কম সময়ের মধ্যে ২ বার এভারেস্টের মাথায় পৌঁছলেন তিনি। একই মরসুমে ২ বার এত কম সময়ের ব্যবধানে এভারেস্টে চড়ার রেকর্ড আগে কেউ করতে পারেননি।

শেরপারা সাধারণত অন্য পর্বতারোহী দলকে এভারেস্টের মাথায় পৌঁছতে সাহায্য করেন। গত ৭ মে এমনই একটি দলকে এভারেস্টের মাথায় নিয়ে যান মিঙ্গমা।

এরপর দেখা যায় এভারেস্টে চড়ছেন বাহরাইনের রাজকুমার শেখ মহম্মদ হামাদ মহম্মদ আল খলিফা। যে সংস্থার হয়ে কাজ করেন মিঙ্গমা সেই সংস্থাই বাহরাইনের রাজকুমারের দলকেও এভারেস্টে নিয়ে যাচ্ছিল। ফলে রাজকুমার সহ তাঁর দলকে এভারেস্টে পৌঁছতে সাহায্য করতে বলা হয় মিঙ্গমাকে।

মিঙ্গমা ফের কাজে লেগে পড়েন। ১১ মে সকালে বাহরাইনের রাজকুমার ও তাঁর দলকে নিয়ে মিঙ্গমা ফের এভারেস্টের মাথায় পৌঁছে যান।

ফলে ৭ মে ও ১১ মে ২ বার মাত্র ৪ দিনের ব্যবধানে তিনি এভারেস্টে চড়েন। যা এখন এক বিশ্বরেকর্ড তৈরি করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts