Entertainment

বান্ধবী অঙ্কিতাকে বিয়ে করলেন মিলিন্দ সোমন

Published by
News Desk

৪ বছর প্রেম। অবশেষে সেই বান্ধবীকেই বিয়ে করলেন মিলিন্দ সোমন। ভারতের সুপার মডেল মিলিন্দ তাঁর অমোঘ শরীরী টানে বহু মেয়ের হৃদয়ে মোচড় দিয়েছেন। তাঁদের জন্য এই খবর অবশ্যই হৃদয় বিদারক। কিন্তু মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোঁয়ারের জন্য অবশ্যই জীবনের অন্যতম খুশির দিন। রবিবার আলিবাগে পারিবারিক প্রথা মেনেই বিয়ে হয় দুজনের। গত শনিবারই হয়ে গিয়েছিল সঙ্গীত বা মেহেন্দির মত অনুষ্ঠান। এদিন আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫২ বছরের সুঠাম পুরুষ মিলিন্দ ও তাঁর ২৭ বছরের স্ত্রী অঙ্কিতা।

পেশায় বিমানসেবিকা অঙ্কিতা অসমের মেয়ে। তাঁর সাথেই গত ৪ বছর ধরে গভীর প্রেমে মগ্ন ছিলেন মিলিন্দ। কদিন ধরে মিলিন্দের বিয়ে নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষো চলছিল। অবশেষে তা সত্যি হল। ইতিমধ্যেই ইন্সটাগ্রামে মিলিন্দ-অঙ্কিতার বিয়ের নানা মুহুর্তের ছবি ভাইরাল হয়েছে। বিয়ের অনুষ্ঠানে অবশ্য ২ পরিবারের ঘনিষ্ঠজনেরা বাদ দিয়ে আর কেউ ছিলেন না। বিয়েও হয়েছে নিখুঁত সনাতনি প্রথা মেনে। তবে পাত্রপাত্রীর বয়সের বিস্তর ফারাক নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে। তাতে কী! মিঞা-বিবি যেখানে রাজি সেখানে…

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Milind Soman

Recent Posts