Entertainment

মধুচন্দ্রিমায় সুপুরুষ স্বামীর পাশে বিকিনিতে আগুন ঝরালেন নববধূ

Published by
News Desk

বিয়ের পর মধুচন্দ্রিমা ‘মাস্ট’। স্ত্রীকে নিয়ে তাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াই দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছেন মিলিন্দ সোমন। নববধূ অঙ্কিতা কোঁয়ারকে নিয়ে চুটিয়ে নিভৃতে দাম্পত্য প্রেম উপভোগ করছেন সুপার মডেল। শান্ত নৈসর্গিক হাওয়াইয়ের প্রকৃতির মাঝে নবদম্পতির রোমান্টিক মেজাজ এখন তুঙ্গে। অসমবয়সী সম্পর্ক তো কি! নিন্দুকদের মুখে ছাই দিয়ে হাওয়াইয়ের বালুচরের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন মিলিন্দ ও অঙ্কিতা। সমুদ্রে গেছেন আর বিকিনি গায়ে উঠবে না! তাও কি হয়! অতএব রঙিন চেক প্রিন্টের বিকিনি পরে স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছেন মিসেস সোমন।

লাস্যময়ী স্ত্রীর সঙ্গে পাল্লা দেওয়ার অবশ্য চেষ্টাও করেননি ‘সুপার হট’ অভিনেতা। ক্যাজুয়াল পোশাকে অঙ্কিতাকে পাশে নিয়ে হাসি মুখে একের পর এক ছবি তুলে যাচ্ছেন ৫২ বছরের সুঠাম। যুগলের একান্তে মধুচন্দ্রিমা যাপনের ছবি ইন্সটাগ্রামে পেজে পড়তেই হুহু করে বেড়ে চলেছে লাইকের সংখ্যা। সাধারণত কোনও সদ্য বিবাহিতাকে চট করে এমন খোলামেলা পোশাকে দেখা যায় না। এই তো কিছুদিন আগেই বিদেশে মধুচন্দ্রিমা সেরে এলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা, নেহা ধুপিয়া। তাঁদেরও কিন্তু এমন সিজলিং পোশাকে দেখা যায়নি। সেখানে তারকা না হয়েও মিলিন্দের অর্ধাঙ্গিনীর সাহসী পোশাক নির্বাচন কিন্তু মুগ্ধই করেছে নেটিজেনদের। অঙ্কিতার ফেলে আসা পায়ের ছাপে পা মিলিয়ে আর কে কে মধুচন্দ্রিমায় গিয়ে বিকিনিতে নিজেদের মেলে ধরেন সেটাই দেখার বিষয়।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Milind Soman

Recent Posts