World

তরুণীর শার্ট ও প্যান্টের বোতাম খোলা! গ্রেফতার ভারতীয় সহযাত্রী

Published by
News Desk

পাশে বসা তরুণী সহযাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেফতার করল মিশিগান পুলিশ। আদালতে পেশ করা হলে ওই ব্যক্তির জামিনও মঞ্জুর হয়নি। মিশিগান পুলিশ জানিয়েছে প্রভু রামমূর্তি নামে ৩৪ বছরের ওই যুবক মার্কিন মুলুকে আপাতত অস্থায়ী ভিসা নিয়ে রয়েছেন। গত ৩ জানুয়ারি লাস ভেগাস থেকে ডেট্রয়েটগামী বিমানে স্ত্রীকে নিয়ে চড়েন প্রভু। সারারাতের সফর। ফলে অনেকেই বিমান আকাশে ওড়ার পর ঘুমিয়ে পড়েন। বিমানে প্রভুর একপাশে ছিলেন তাঁর স্ত্রী। আর অন্যদিকে জানালার ধারের আসনে বসেছিলেন বছর ২২-এর এক তরুণী।

ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন, ভোরের দিকে ঘুম ভাঙলে তিনি দেখেন তাঁর শার্ট ও প্যান্টের বোতাম খোলা। আর প্রভুর একটি হাত তাঁর প্যান্টের মধ্যে ঢোকানো। আঁতকে উঠে শার্ট ও প্যান্টের বোতাম খোলা ও আলুথালু অবস্থাতেই ওই তরুণী ফ্লাইট অ্যাটেনডেন্টকে সব জানান। ভোরে বিমান ডেট্রয়েটে নামার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। যদিও প্রভু রামমূর্তি ও তাঁর স্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত চলছে।

Share
Published by
News Desk
Tags: Michigan

Recent Posts