World

তরুণীর বক্ষ স্পর্শ করে বিপাকে বিশপ, চাইলেন ক্ষমা

Published by
News Desk

কোনও মহিলার স্তন স্পর্শ করার কোনও অভিপ্রায় তাঁর ছিলনা। এমন হতে পারে যে আরিয়ানা গ্রন্দকে হাত দিয়ে জড়িয়ে ধরার সময়ে কোনওভাবে কিছু হয়ে থাকতে পারে। এটা কখনই তাঁর ইচ্ছাকৃত কাজ নয়। তবে যদি এর জন্য আরিয়ানার কোনওভাবে খারাপ লেগে থাকে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর এভাবেই খোলাখুলি ক্ষমা চেয়ে নিলেন বিশপ চার্লস এইচ ইলিস ৩।

ঘটনার সূত্রপাত এরিথা ফ্রাঙ্কলিনের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে। ওইদিন একটি গান গেয়ে সকলকে মুগ্ধ করে দেন মার্কিন তরুণী গায়িকা তথা অভিনেত্রী আরিয়ানা গ্রন্দ। গানের পর তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর নাম নিয়ে কিছুটা মস্করা করেন বিশপ। সেসময়ে আরিয়ানাকে পিঠের দিক থেকে এক হাত দিয়ে জড়িয়ে নেন তিনি। ছবিতে দেখা যায় বিশপের হাত আরিয়ানা ডান স্তনের ওপর গিয়ে পড়ে। ওই অবস্থা বেশ কিছুক্ষণ চলে। হাত আরিয়ানার বক্ষের ওপরই থেকে যায়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই ক্ষমা চান বিশপ। জানিয়ে দেন মহিলাদের স্তন স্পর্শ করার কোনও অভিপ্রায় তাঁর নেই।

Share
Published by
News Desk
Tags: Michigan

Recent Posts