World

ভুয়ো বলে উপেক্ষা করেছিলেন ফোন কল, সেটাই তাঁর জীবন বদলের খবর দিল

কার সঙ্গে কবে যে কি হয় তা কে বলতে পারে। একটি ফোন কল দেখেও সেটা ভুয়ো হতে পারে ভেবে এড়িয়ে গিয়েছিলেন এক মহিলা। সেই ফোন কলই বদলে দিল তাঁর জীবন।

সেদিন যখন ফোনটা আসে তখন তিনি ফোনটা তুলতে প্রাথমিকভাবে ইতস্ততই করেন। তিনি নিশ্চিত ছিলেন যে ফোন কলটা ভুয়ো। এমন লটারি জেতার খবর দিয়ে ফোন কল করে তারপর মানুষকে ঠকানো হয়।

এভাবে যে অচেনা ফোন কল বহু মানুষের জীবনে অন্ধকার ডেকে এনেছে সেটাও সত্যি। তাই মহিলা সতর্কভাবেই কলটা এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে কল আসতে থাকায় তিনি ধরেন ফোনটা। এটা ভেবে যে দেখা যাক কি বলে।

ওপার থেকে তাঁকে জানানো হয় সেটা একটি লটারি সংস্থার ফোন। আর তিনি সেই লটারিটা জিতেছেন। জিতেছেন ১০ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮৭ লক্ষের প্রায় সমান। এমন একটা খবর পেয়ে কার্যত হতবাক হয়ে যান মহিলা। তাঁর এটাও মনে পড়ে যে তিনি ওই লটারির টিকিট কিনেছিলেন।

ওই মহিলাকে লটারি সংস্থার তরফ থেকে ডেট্রয়েটের একটি পার্কে পুরস্কার মূল্যটি তুলে দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছে তিনি তাঁর জেতা লটারির চেকটি হাতে তুলে নেন।

আমেরিকার মিশিগানের বাসিন্দা ওই মহিলা অনেকদিন ধরেই লটারির টিকিট কেটে থাকেন। কিন্তু কখনওই তাঁর লটারি জেতা হয়নি। এবার জিতলেন। যে অঙ্ক তিনি জিতলেন তা যে কোনও মানুষের জীবন বদলে দিতে পারে।

তবে এখন জালিয়াতির নানা ফন্দি যেখানে বহু মানুষের জন্য ভয়ংকর হয়ে দাঁড়াচ্ছে সেখানে তাঁর নোটিফিকেশন কলটা প্রাথমিকভাবে ভুয়ো ভাবাটা ভুল খুব একটা ছিলনা বলেই মনে করছেন অনেকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *