World

চায়ের আড্ডায় যোগ দিতে এসে ফেঁসে গেল একটি সাপ

চায়ের আড্ডা চলছিল। সেখানে তার মনিবও ছিল। সেই চায়ের আড্ডায় তারও যোগ দেওয়ার ইচ্ছা হল। আর তাতেই ফেঁসে গেল সে।

Published by
News Desk

বাড়িতে পোষ্য হিসাবেই ছিল তার আনাগোনা। বাড়িরই সদস্যের মত থাকত। যেমন অনেকে কুকুর, বেড়াল পুষে থাকেন। তেমন এক মহিলা সাপ পুষেছিলেন। সে সাপ তাঁর অত্যন্ত বাধ্যও ছিল। বাড়িতে তাকে নিয়ে কোনও অশান্তি ছিলনা।

ওই মহিলাই একটি চায়ের আড্ডার আয়োজন করেছিলেন বন্ধুদের নিয়ে। বেশ চলছিল চায়ের সঙ্গে খোশ গল্প। এদিকে মনিব হাসি ঠাট্টায় মেতে আছেন। তাই তারও হয়তো শখ হয়েছিল চায়ের আড্ডায় যোগ দেওয়ার।

সেইমত সে হাজির হয় সেই আড্ডায়। তারপর তার সর্পিল চাল নিয়ে একটি চায়ের কাপের কাছে হাজির হয়। চায়ের কাপটির হাতলের যে ফাঁকটি রয়েছে। যেখান দিয়ে আঙুল গলিয়ে মানুষ চায়ের কাপটি ধরে থাকেন।

সেই ফাঁকটি দিয়ে তার গলে যাওয়ার শখ হয়েছিল। চায়ের কাপের হাতলের সেই ফাঁকের মধ্যে দিয়ে সাপটি গলতে গিয়েই হয় বিপত্তি। একটু ঢুকে আটকে যায় সে।

কিছুতেই তার থেকে তাকে বার করা যাচ্ছিল না। অগত্যা দমকলে খবর দেন ওই মহিলা। দমকলের এক সদস্য এসে অবশেষে সাপটিকে ওই চায়ের হাতলের মধ্যে থেকে উদ্ধার করে দেন।

এরফলে সাপ কতটা খুশি হয়েছে জানা নেই, তবে ওই মহিলা বেজায় খুশি তাঁর পোষ্য ভালভাবে ওই চায়ের হাতল থেকে মুক্তি পাওয়ায়। মা ও মেয়ে ২ জনই খুব খুশি তাদের সাপের এই উদ্ধারে। ঘটনাটি ঘটেছে আমেরিকার মিশিগানে।

Share
Published by
News Desk

Recent Posts