World

গাড়ি ধুতে গিয়ে ৮ কোটি টাকা পেলেন বৃদ্ধা

গাড়িটা ময়লা হয়েছিল। সেই গাড়ি ধুতে নিয়ে গিয়ে ভাগ্যোদয় হল মহিলার। শিকেয় ছিঁড়ল এমন একটা অঙ্ক যা তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না।

Published by
News Desk

গাড়িটা ধোওয়ার দরকার ছিল। এটা বেশ কিছুদিন ধরেই মনে হয়েছিল। সেদিন গাড়ি ধোওয়াতে নিয়ে গিয়েছিলেন। গাড়িটা ধোওয়ার সময় অপেক্ষা করা ছাড়া উপায় ছিলনা। ৭৭ বছরের ওই বৃদ্ধা ওখানে একটি লটারির টিকিট কাটেন। তারপর গাড়ি ধোওয়া হয়ে গেলে তা নিয়ে ফিরে যান।

পরে ওই বৃদ্ধা তাঁর লটারির টিকিট নিয়ে যান ওই লটারির অফিসে, যেখানে তাঁর নম্বরটির ফলাফল জানানো হয়। সেখানে কাউন্টারে তিনি তাঁর কেনা লটারির টিকিটটি দিলে কাউন্টারের লোকজন তাঁর দিকে একটি কাগজে কিছু লিখে এগিয়ে দেন।

কাগজে লেখা ছিল তিনি কত অর্থ জিতেছেন সেটা। বৃদ্ধা দেখেন সেখানে লেখা আছে ১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৩৪ লক্ষ টাকার কিছু বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা ওই বৃদ্ধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে ওই বিপুল অঙ্কের টাকা তিনি জিতেছেন। একটি লটারি প্রতিযোগিতায় এই অর্থ জেতেন ওই বৃদ্ধা।

মেগা মিলিয়নস ড্রয়িং নামে একটি লটারি প্রতিযোগিতায় এই অর্থ জেতেন তিনি। বৃদ্ধা এখন চাইছেন পরিবারের সকলকে নিয়ে এই টাকায় সবার আগে কোথাও ঘুরতে যেতে।

বৃদ্ধার এই গাড়ি ধোওয়াতে নিয়ে গিয়ে সেখানে লটারির টিকিট কাটা এবং লটারিতে বিপুল অঙ্কের টাকা জয় করা নিয়ে আমেরিকার সংবাদপত্র তো বটেই অন্য দেশের সংবাদপত্রেও খবর হয়ে গেছে। রীতিমত চর্চা হচ্ছে তাঁর এই ভাগ্যোদয়ের ঘটনা নিয়ে।

Share
Published by
News Desk

Recent Posts