World

কুকুরের প্রখর বুদ্ধিতে এ যাত্রায় প্রাণ নিয়ে ফিরলেন এক ব্যক্তি

মনিবকে বাঁচাতে হবে। এটা সে হয়তো বুঝতে পেরেছিল। তার প্রখর বুদ্ধিই অবশেষে রক্ষা করল তার মনিবকে। মানুষের পক্ষে যা সম্ভব ছিলনা তা করে দেখাল কুকুরটি।

Published by
News Desk

শীতের দিনে অনেক জায়গাই বরফের চাদরে ঢাকা। অনেক জলাশয়ও বরফ হয়ে গেছে। বরফের তলায় হয়তো জল রয়েছে। কিন্তু তার ওপর পুরু বরফের চাদর। যার ওপর দিব্যি মানুষ হেঁটে বেড়াতে পারেন। সেভাবেই জমে সাদা হয়ে যাওয়া একটি অতিকায় হ্রদের ওপর হেঁটে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি।

কিন্তু একটা জায়গায় বরফের চাদর ছিল পাতলা। মানুষের ভার বহনে অক্ষম। সেখানে পা দিতেই ওই ব্যক্তি বরফের পাতলা চাদর ভেঙে হড়কে ঢুকে যান বরফের তলার বরফ শীতল হ্রদের জলে।

জলে পড়ার পর কিন্তু তাঁর পক্ষে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। অগত্যা তিনি সেখান থেকেই পুলিশে খবর দেন। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এলেও তারা বুঝতে পারে যে যেখানে ওই ব্যক্তি জলে পড়েছেন, সেখান পর্যন্ত যাওয়া অসম্ভব। কারণ তারা যেতে গেলেই বরফ আরও ভেঙে তারাও জলে পড়ে যেতে পারে।

ওই ব্যক্তিকে রক্ষা তো করতে হবে। গাড়িতে থাকা রেসকিউ ডিস্ক ওই জলে পড়ে যাওয়া ৬৫ বছরের ব্যক্তির কাছে পৌঁছতে পারলে কিন্তু তিনি বেঁচে যাবেন।

এদিকে মনিবের এই অবস্থা দেখে তাঁর পোষা কুকুরটি তখন ব্যতিব্যস্ত। তাকেই তিনি পাঠান পুলিশের কাছে। কুকুরটি এলে তার গলায় বেঁধে দেওয়া হয় ওই রেসকিউ ডিস্ক।

কুকুরটি বুঝতে পারে সে যদি ওটা তার মনিব পর্যন্ত পৌঁছে দিতে পারে তাহলে তার মনিবকে রক্ষা করা যাবে। কার্যত হাঁকপাঁক করে সে ওটা নিয়ে ছোটে বরফের ওপর দিয়ে।

জলে থাকা ওই বৃদ্ধের কাছে পৌঁছতেই সেই রেসকিউ ডিস্ক কুকুরটির গলা থেকে খুলে নেন তিনি। অন্যদিক থেকে দড়ি দিয়ে টেনে তাঁকে তখন তুলে নেন দমকল ও পুলিশের কর্মীরা।

টেনে আনার পর তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘক্ষণ বরফ জলে থাকায় তাঁকে দ্রুত সুস্থ করা জরুরি ছিল। তিনি দ্রুত সুস্থও হয়ে ওঠেন।

তবে এ যাত্রায় তিনি রক্ষা পেলেন তাঁর কুকুরের বুদ্ধির জোরে। ঘটনাটি ঘটেছে মিশিগানের আরবিউটাস হ্রদে। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share
Published by
News Desk

Recent Posts