World

মহিলাদের অন্তর্বাসের দোকানে ঢুকে সাজানো পোশাকে শিংয়ের গুঁতো

মহিলাদের অন্তর্বাসের দোকান। বড় দোকানটি বেশ ঝকঝকে। পরিপাটি করে সাজানো। কিন্তু সেসব আর রইল কই। সব তছনছ করে দিল শিংয়ের জোড়াল গুঁতো।

Published by
News Desk

দোকানটি বেশ বড়। চারধারে বিপণি সাজানো। মহিলাদের অন্তর্বাসের দোকান। ফলে চারধারে নানা ধরনের নানা রংয়ের অন্তর্বাস সাজানো রয়েছে। রয়েছে ম্যানিকিনে পরানো অন্তর্বাসও। ক্রেতাদের যাতে নজর কাড়ে তার জন্য যথেষ্ট পরিপাটি করে সাজানো সবকিছু।

দোকান তখন ফাঁকাই ছিল। ক্রেতা ছিলেননা। এমন সময় আচমকাই দেখা যায় একটি হরিণ দোকানের কাচ ভেঙে ভেতরে ঢুকে আসে। দোকানের মেঝেতে সে ভাল করে দাঁড়াতে না পেরে হড়কে যায়।

সেই অবস্থায় হরিণটি গিয়ে সোজা ধাক্কা মারে দোকানের সাজানো বিপণিতে। উল্টে পড়ে ম্যানিকিন। উলঢাল হয়ে যায় সুন্দর করে সাজিয়ে রাখা মহিলাদের অন্তর্বাসগুলি। দোকানের তখন তছনছ অবস্থা।

এদিকে সব তখন কার্যত লাটে উঠেছে। দোকানে থাকা এক মহিলা বিক্রেতা আতঙ্কিত হয়ে পড়েছেন হরিণের তাণ্ডব দেখে। হরিণ এদিকে সব তছনছ করে তখন দোকান থেকে বার হওয়ার পথ খুঁজছে।

অবশেষে তার নজরেও পড়ে একটি দরজা। সেটি দিয়েই সে বাইরে বেরিয়ে যায়। তবে তার আগে দোকানটির বড় ক্ষতি করে দিয়ে যায়। পুরো ছবিটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। যা পরে দোকানের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিশিগানে। মহিলাদের অন্তর্বাসের দোকানে হরিণ হানায় কারও কোনও আঘাত লাগেনি। তবে সাজানো দোকান অনেকটাই নষ্ট হয়েছে। কেন হরিণটি এভাবে কাচ ভেঙে দোকানের ভিতর ঢুকে এল তা বোঝা যাচ্ছেনা।

Share
Published by
News Desk

Recent Posts