Entertainment

৯/১১-র জঙ্গি হানায় মৃত্যু নিশ্চিত ছিল মাইকেল জ্যাকসনের, বাঁচিয়ে ছিল ঘুম

Published by
News Desk

বিশ্বের পপ সঙ্গীত জগতের কিংবদন্তী নক্ষত্র তিনি। তিনি মাইকেল জ্যাকসন। মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে যাঁর মৃত্যু হয়। কিন্তু তারও আগে তাঁর মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। কেবল ঘুমিয়ে পড়া বাঁচিয়ে দিয়েছিল তাঁকে। মুন ওয়াক খ্যাত মাইকেলের ভাই জারমেইন জ্যাকসন একটি বই লিখেছেন। সেই বইতে এক অজানা কাহিনি তুলে ধরেছেন তিনি।

ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

মার্কিন মুলুকে ৯/১১-র জঙ্গি হানা ইতিহাস তৈরি করেছে। ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়ার ম্যানহাটন-এর বিখ্যাত টুইন টাওয়ারে এসে আছড়ে পড়ে বিমান। এই জঙ্গিহানায় ২টি টাওয়ার চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায়। যে সময় সেই ঘটনা ঘটে সেই সময় ওই ২টি সুউচ্চ অট্টালিকার একটিতে বৈঠক চলার কথা ছিল মাইকেল জ্যাকসনের। শিডিউল তাই ছিল। কিন্তু তিনি ঘুমিয়ে পড়ায় সময়মত উঠতে পারেননি। ফলে সময়ে পৌঁছতেও পারেননি সেই বৈঠকে।

মাইকেল জ্যাকসন, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @michaeljackson

সেদিন মাইকেল তাঁর মাকে ফোন করে ধন্যবাদ জানান। আগের রাতে তাঁর সঙ্গে তাঁর মায়ের দীর্ঘক্ষণ কথা হয়। মায়ের সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে যায়। ফলে ঘুমোতে যেতে দেরি হয়। যার জেরে পরদিন সকালেও ঘুম থেকে উঠতে দেরি হয় মাইকেল জ্যাকসনের। তাই তাঁর বেঁচে যাওয়ার জন্য মাকে ধন্যবাদ জানান মাইকেল। এসব কথাই বইতে লিখেছেন জারমেইন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk