Categories: World

নিখোঁজ বিমানের টুকরো?

Published by
News Desk

ফের এমএইচ৩৭০-এর রহস্য উন্মোচনের আশা জাগালো একটি বিমানের টুকরো। পূর্ব আফ্রিকার মোজাম্বিকের সমুদ্রতটে এই টুকরোর খোঁজ মেলে। টুকরোটি দেখে প্রাথমিকভাবে এটা এমএইচ৩৭০-র টুকরো বলেই মনে করছেন অনেকে। টুকরোটি খতিয়ে দেখতে সেটি অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে।

সেখানে বিশেষজ্ঞরা টুকরোটি পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে সেটি আদৌ এমএইচ৩৭০-র কিনা। ২০১৪ সালের ৮ মার্চ আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ২৩৯ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় এমএইচ৩৭০। তারপর থেকে বিমানটির কোনও খোঁজ নেই। বিমান যদি ধ্বংস হয়ে থাকে তবে তার টুকরো তো পাওয়া উচিত। কিন্তু সে টুকরোও পাওয়া যায়নি। তারপর থেকেই খোঁজ চলছে বিমানটির।

Share
Published by
News Desk
Tags: Mozambique

Recent Posts