World

রহস্য রেখেই শেষ এমএইচ ৩৭০-র খোঁজ

Published by
News Desk

টানা ৩ বছর তন্নতন্ন করে খুঁজেও কাজের কাজ কিছু না হওয়ায় অবশেষে বন্ধ করা হল মালয়েশিয়ার হারানো বিমান এমএইচ ৩৭০ তল্লাশি অভিযান। ২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশে যাত্রা করার পর মাঝ আকাশেই ভ্যানিস হয়ে যায় বিমানটি! শুরু হয় তল্লাশি। কিন্তু কোনও স্থলভাগে ওই বিমানের কোনও পাত্তা পাওয়া যায়নি। ফলে জলে শুরু হয় খোঁজ। আধুনিকতম বিজ্ঞানকে কাজে লাগিয়ে চলে তল্লাশি। ঠিক হয় চিন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যৌথভাবে সমুদ্রে খোঁজ চালাবে। সেই অপারেশনে সম্ভাব্য ১ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা চষে ফেলেছে এই ৩ দেশের উদ্ধারকারী দল। কিন্তু কোনও কিছুর হদিস পাওয়া যায়নি! তাই আপাতত বন্ধ হল এই হারানো বিমানের খোঁজ। আপাতত রহস্য হয়েই থেকে গেল মাঝ আকাশে ভ্যানিস হওয়া মালয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০।

 

Share
Published by
News Desk