Categories: World

মেক্সিকোতে ২ পরিবারের ১৪ জনকে গুলি করে হত্যা

Published by
News Desk

মেক্সিকোতে ২টি পরিবারের ১৪ জনকে গুলি করে হত্যা করল ২ বন্দুকবাজ। প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ। লোপেজ মাতিওস জেলার একটি বাড়িতে আচমকাই ঢুকে পড়ে ১ বন্দুকবাজ। ঢুকেই শুরু হয় পরিবারের সদস্যদের লক্ষ করে গুলি বর্ষণ। গুলিতে বাড়িরই বিভিন্ন কোণায় লুটিয়ে পড়েন ২ পুরুষ, ৪ মহিলা ও ৫ বালিকা। এরা প্রত্যেকেই ওই পরিবারের সদস্য। গুলিতে ঝাঁঝরা অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরের ঘটনাটি ঘটে এর কিছুক্ষণ বাদেই। এবার অকুস্থল রেভলুসিওন জেলা। টার্গেট অন্য একটি পরিবার। সেখানেও একই কায়দায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ করে গুলিবর্ষণ করে ১ বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ পুরুষ ও ২ মহিলার। পরিবারের অন্য ৪ সদস্য গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। ২টি ঘটনাই মাদক চোরাচালানকারী ২টি দলের ঝামেলার ফল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk