World

৩৭ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুলকর্মী

Published by
News Desk

একটি কিন্ডারগার্ডেন স্কুলের ৩৭টি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল স্কুলেরই এক কর্মচারিকে। ব়্যামন এম নামে ওই কর্মচারির বিরুদ্ধে একটি ৩ বছরের শিশুকে যৌন নির্যাতন করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির নিকটবর্তী ইকাটেপেক শহরে।

গত ৮ অক্টোবর একজন অভিভাবক তাঁর সন্তানকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। এরপর অন্যান্য আরও কয়েকজন অভিভাবকও অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলি পেয়ে তদন্ত শুরু করে স্থানীয় প্রশাসন। তবে শুধু ব়্যামন এম-ই নয়, অভিভাবকদের দাবি যৌন নির্যাতনের ঘটনায় আরও অনেকে যুক্ত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk