World

চোখের সামনে সমুদ্রে ডুবে গেল কলম্বাসের কাঠের জাহাজ, কিছু করা গেলনা

সকলের চোখের সামনে ডুবে গেল ক্রিস্টোফার কলম্বাসের কাঠের জাহাজ মারিগালান্তে। উত্তাল সমুদ্রে অসহায়ের মত দেখতে হল জাহাজটি কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে গেল অতল সমুদ্রে।

ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন ১৪৯২ সালে। তখন কাঠের জাহাজ, অনেক মাস্তুল। কলম্বাসের জাহাজের নাম ছিল মারিগালান্তে। সেই জাহাজেই তিনি আমেরিকা আবিষ্কার করে ফেলেন।

এবার চলে আসা যাক ১৯৮৭ সালে। সেই সময় কলম্বাসের মারিগালান্তে জাহাজের আদলে হুবহু একটি কাঠের জাহাজ তৈরি করা হয়। যা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের ৫০০ বছর পূর্তিকে সামনে রেখে ১৯৯২ সালে জলে ভাসে।

এই জাহাজটি মূলত ব্যবহার হত পর্যটনের জন্য। হুবহু কলম্বাসের জাহাজে চড়ে জলে ভেসে পড়ার অভিজ্ঞতা পর্যটকরা তারিয়ে উপভোগ করতেন। পর্যটকদের আনন্দ দিয়ে জাহাজটি তার ৩০ বছরের কর্মজীবন পার করে ফেলেছে।

হালে সেটি জলে থাকতেই কিছু যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। যা মেরামত করতে জাহাজটিকে উপকূলের দিকে আনা হচ্ছিল। কিন্তু সে সুযোগ হয়নি। জাহাজটি দ্রুত জলে কাত হয়ে যায়। বিশাল বিশাল ঢেউ জাহাজের মধ্যে এসে পড়তে থাকে। ফলে জাহাজ দ্রুত ভারী হতে থাকে। কাতও হতে থাকে।

বেগতিক বুঝে দ্রুত জাহাজ থেকে ক্যাপ্টেন সহ সব নাবিককে উদ্ধার করা হয়। জাহাজটি খুব বেশি সময় নেয়নি। খুব দ্রুত তা জলে ডুবে যেতে থাকে। যা আশপাশে থাকা নৌকাগুলি থেকে ক্যামেরাবন্দি করেন অনেকে।

কিছু সময়ের মধ্যেই জাহাজটি তলিয়ে যায়। মেক্সিকোর পুয়ের্তো ভালার্টার কলম্বাসের এই জাহাজ ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ। যাতে চেপে সমুদ্রে কিছুটা ভেসে আসা ছিল তাঁদের স্বপ্নের মত। এক পরম প্রাপ্তি। সেই কলম্বাসের মারিগালান্তের নকল চিরতরে হারিয়ে গেল প্রশান্ত মহাসাগরের অতলে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *