World

বিমানবন্দরে মহিলা যাত্রীর ব্যাগে সাদা পাউডার ঘিরে সন্দেহ, কি জেনে লজ্জায় লাল সুরক্ষাকর্মীরা

বিমানবন্দরে সুরক্ষার কড়াকড়ি থাকে। সেখানে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে পাওয়া যায় সাদা অচেনা পাউডার। পরে সেটা কি জানতে পেরে সুরক্ষাকর্মীদের মুখ লজ্জায় লাল হয়ে যায়।

বিমানবন্দরে এক যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে নামেন। তাঁদের ব্যাগ পরীক্ষা শুরু হয়। এটাই নিয়ম। ২ জনে দাঁড়িয়ে থাকেন। সুরক্ষাকর্মীরা ব্যাগ পরীক্ষা করছেন। এমন সময় পেশায় মডেল ওই যুবতীর ব্যাগ থেকে সাদা পাউডার পাওয়া যায়।

এটা কি জিনিস? অচেনা পাউডার নিয়ে সন্দেহ দানা বাঁধতেই ওই মহিলা ও তাঁর প্রেমিককে আলাদা জায়গায় অপেক্ষা করতে বলেন সুরক্ষাকর্মীরা। সাদা পাউডারটি কি তা জানার চেষ্টা চলতে থাকে।

পাউডারের ছবি তোলেন তাঁরা। অনেকেই হাজির হন পাউডারটি কি তা জানার জন্য। কিন্তু কেউই বুঝে উঠতে পারছিলেননা। নিউ ইয়র্ক থেকে মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছনো ওই মহিলা আবার স্প্যানিশ জানেননা।

ফলে জিজ্ঞাসাবাদেও সমস্যা তৈরি হয়। তবে মহিলা না জানলেও তাঁর প্রেমিক স্প্যানিশ কিছুটা জানতেন। তিনি মহিলার বক্তব্য বিমানবন্দর কর্মীদের বুঝিয়ে বলেন।

ওই মহিলা বিমানবন্দর কর্মীদের জানান ওই পাউডার আদপে একধরনের শুকনো লুব্রিক্যান্ট। যা দৈহিক মিলনের সময় কাজে লাগে। লুব্রিক্যান্ট যে দৈহিক মিলনে কাজে লাগে তা বিমানবন্দরের সুরক্ষা আধিকারিক থেকে কর্মীরাও হয়তো জানতেন।

কিন্তু তা যে এভাবে পাউডারের রূপে পাওয়া যায় তা বোধহয় জানা ছিলনা। বিষয়টি পরিস্কার হওয়ার পর তাঁদের মুখ লজ্জায় লাল হয়ে যায়। একজন মহিলাকে লুব্রিক্যান্ট সঙ্গে রাখার জন্য এভাবে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদের জন্য কিছুটা অস্বস্তিতেই পড়েন তাঁরা।

অবশেষে ওই পাউডার ওই মডেল যুবতীকে তাঁরা ফেরত দিয়ে দেন। তাঁদের নিশ্চিন্তে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোড়ন ফেলে দেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *