World

অতি বিরল ফিতের মত মাছটা ভেসে আসতেই হাত পা ঠান্ডা হয়ে গেল অনেকের

একটা জীবনেও এ মাছের দর্শন না পাওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা পাওয়া যায় তাহলে তা রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। সেই মাছই ফের দেখা গেল।

Published by
News Desk

এ মাছের কথা অনেকে জানেন ঠিকই, তবে তাঁরা কেউই চান না এই মাছের দেখা পেতে। অতি বিরল মাছ। যা দেখতেই প্রায় পাওয়া যায়না। তার দেখা পাওয়া গেলে তো আনন্দের কথা! কিন্তু কেউই তা দেখে আনন্দ পান না। যেমনটা সম্প্রতি হল।

সমুদ্রের তীরে ভেসে এল সেই অরফিশ। ফিতের মত চ্যাপ্টা লম্বা শরীর। দেখে মাছ বলে বোঝা মুশকিল। কেবল মাথার কাছে গাঢ় কমলা রংয়ের ২টি সুতোর মত বেরিয়ে আছে। সেটি দেখা যেতেই তার ছবি তুলে নেন অনেকে। তারপর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়ে যায় আতঙ্কের।

এই মাছ দেখা মানেই এক ভয়ংকর কোনও বিপর্যয় অপেক্ষা করছে। এটাই বিশ্বজুড়ে মানুষের বিশ্বাস। তাই একে অনেকে ডুমসডে ফিশও বলে থাকেন। মানে বিপর্যয়ের দিনের মাছ।

এই অরফিশ আসলে সমুদ্রের অনেকটা তলায় বাস করে। কমপক্ষে ২০০ মিটার জলের তলায় এদের বাস। আরও অনেক নিচে তাদের পাওয়া গেলেও সমুদ্রের উপরের দিকে তারা আসেনা। সমুদ্রের গভীরেই তারা স্বচ্ছন্দ।

কদিচ কখনও তারা তাই সমুদ্রের উপরে এলে তাদের দেখা মেলে। আর তাদের দেখা পাওয়া মানেই এক ভয়ংকর বিপর্যয় এগিয়ে আসা বলে বিশ্বাস করেন অনেকে।

এমন উদাহরণও নাকি আছে। যেমন ২০১১ সালে জাপানের ভয়ংকর ভূমিকম্পের আগেও নাকি অনেকগুলি অরফিশ জাপানের সমুদ্রতটে দেখা গিয়েছিল।

বিশেষজ্ঞেরা অবশ্য এসব মানতে নারাজ। এগুলো কথিত বলেই মনে করছেন তাঁরা। এসব মাছ সমুদ্রের জলস্তরের তাপমাত্রার তারতম্য, এল নিনো বা লা নিনা-র প্রভাব, জলের তলায় কোনও ধরনের অন্য সমস্যার কারণে অনেক সময় উপরের দিকে উঠে আসে। তখনই তাদের দেখা পাওয়া যায়। তার মানে এটা নয় যে অরফিশ দেখা মানেই বিপদ ঘনিয়ে আসা।

Share
Published by
News Desk
Tags: Mexico

Recent Posts