World

শুরু হল ঝড়বৃষ্টি, ১০ মিনিট ধরে ২৪৩ ফুট উঁচুতে শূন্যে ভেসে রইলেন ওঁরা

তাঁরা তখন মাটি থেকে ২৪৩ ফুট উঁচুতে। কার্যত আকাশে ভাসছেন। ঠিক তখনই শুরু হল প্রবল ঝড়। সঙ্গে বৃষ্টি। ভয়ে হাত দিয়ে মুখ ঢাকলেন অনেকে।

Published by
News Desk

আনন্দে কমতি ছিলনা। বেশ সুন্দর মুহুর্ত কাটাচ্ছিলেন তাঁরা। মাটি থেকে ২৪৩ ফুট উঁচুতে তাঁরা তখন কার্যত আকাশে ভাসছেন। নিচে ফান পার্কটি দেখা যাচ্ছে। তাঁরা বসে আছেন ছোট ছোট সিটে। বাকিটা ঝুলন্ত।

এটা আসলে একটি রাইড। নাম স্কাই স্ক্রিমার। যেখানে ২ জন করে পাশাপাশি বসতে পারেন। সেটি মাটি থেকে ২৪৩ ফুট উঁচুতে ঘুরতে থাকে। মনে হয় যেন পাখির মত তাঁরা আকাশে উড়ছেন।

এ এক দারুণ রোমহর্ষক অভিজ্ঞতা। সেই রাইডে তখন সওয়ার বেশ কয়েকজন। আচমকাই আকাশ কালো করে শুরু হয় ঝড়। সঙ্গে নামে বৃষ্টি।

প্রবল ঝড় আর বৃষ্টিতে মাটি থেকে ওই উচ্চতায় রাইডটি থমকে যায়। নড়াচড়া বন্ধ করে দেয়। ফলে যাঁরা সওয়ার তাঁরা কার্যত আকাশের বুকে প্রবল ঝড় আর বৃষ্টিতে প্রাণ হাত করে বসে থাকেন।

অনেকেই মুখে চাপা দিয়ে নেন। এভাবে ১০ মিনিট কাটে। এই ১০টা মিনিট তাঁদের কাছে ১০ বছরের সমান ছিল। প্রতিটি সেকেন্ডে তাঁদের মনে হয়েছে এটাই শেষ মুহুর্ত।

মেক্সিকো সিটির একটি ফান পার্কে এই রাইডে সওয়ার সকলে তখন প্রায় ধরেই নিয়েছেন আর হয়তো তাঁদের নিচে নামা হবেনা। ১০ মিনিট স্তব্ধ থাকার পর অবশ্য ফের রাইডটি চালু হয়। সকলে নিচেও নেমে আসেন। এই ঘটনায় কারও কোনও ক্ষতি না হলেও তাঁরা এই অভিজ্ঞতা সারাজীবনেও ভুলবেন না।

Share
Published by
News Desk
Tags: Mexico

Recent Posts