ঝুঁকির ফান রাইড, ছবি – সৌজন্যে – ইউটিউব – @ABC7
আনন্দে কমতি ছিলনা। বেশ সুন্দর মুহুর্ত কাটাচ্ছিলেন তাঁরা। মাটি থেকে ২৪৩ ফুট উঁচুতে তাঁরা তখন কার্যত আকাশে ভাসছেন। নিচে ফান পার্কটি দেখা যাচ্ছে। তাঁরা বসে আছেন ছোট ছোট সিটে। বাকিটা ঝুলন্ত।
এটা আসলে একটি রাইড। নাম স্কাই স্ক্রিমার। যেখানে ২ জন করে পাশাপাশি বসতে পারেন। সেটি মাটি থেকে ২৪৩ ফুট উঁচুতে ঘুরতে থাকে। মনে হয় যেন পাখির মত তাঁরা আকাশে উড়ছেন।
এ এক দারুণ রোমহর্ষক অভিজ্ঞতা। সেই রাইডে তখন সওয়ার বেশ কয়েকজন। আচমকাই আকাশ কালো করে শুরু হয় ঝড়। সঙ্গে নামে বৃষ্টি।
প্রবল ঝড় আর বৃষ্টিতে মাটি থেকে ওই উচ্চতায় রাইডটি থমকে যায়। নড়াচড়া বন্ধ করে দেয়। ফলে যাঁরা সওয়ার তাঁরা কার্যত আকাশের বুকে প্রবল ঝড় আর বৃষ্টিতে প্রাণ হাত করে বসে থাকেন।
অনেকেই মুখে চাপা দিয়ে নেন। এভাবে ১০ মিনিট কাটে। এই ১০টা মিনিট তাঁদের কাছে ১০ বছরের সমান ছিল। প্রতিটি সেকেন্ডে তাঁদের মনে হয়েছে এটাই শেষ মুহুর্ত।
মেক্সিকো সিটির একটি ফান পার্কে এই রাইডে সওয়ার সকলে তখন প্রায় ধরেই নিয়েছেন আর হয়তো তাঁদের নিচে নামা হবেনা। ১০ মিনিট স্তব্ধ থাকার পর অবশ্য ফের রাইডটি চালু হয়। সকলে নিচেও নেমে আসেন। এই ঘটনায় কারও কোনও ক্ষতি না হলেও তাঁরা এই অভিজ্ঞতা সারাজীবনেও ভুলবেন না।
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…