World

ফের ভয়াবহ ভূমিকম্প মেক্সিকোয়, মৃত্যু মিছিল

Published by
News Desk

মাত্র দেড় সপ্তাহের ব্যবধান। তার মধ্যেই ভয়াবহ ভূমিকম্পে ফের কেঁপে উঠল মেক্সিকো। আগের ধ্বংসলীলার কোপ সামলানোর আগেই আরও একবার দুমড়ে মুচরে গুঁড়িয়ে গেল। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫০ জনের। একনও ধ্বংসস্তূপের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা। এদিনের কম্পনের মাত্রা ৭.১, কেন্দ্রস্থল দেশের রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে।

কম্পনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী মেক্সিকো সিটি। শহরের বেশ কিছু অট্টালিকা ভেঙে পড়েছে ভয়াবহ কম্পনে। প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে অনুভূত হওয়া কম্পনে রাজধানী শহর ছাড়াও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষ ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন।

১৯৮৫ সালে শতাব্দীর সব থেকে ভয়ানক ভূমিকম্পে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন মেক্সিকোয়। মাত্র দু’সপ্তাহের মধ্যে ৮.১ ও ৭.১ মাত্রার জোড়া কম্পন সেই স্মৃতিকেই ফিরিয়ে নিয়ে এল।

Share
Published by
News Desk