World

শহরে দাপিয়ে বেড়াচ্ছে ২০০টির ওপর কুমির, ভয়ে গৃহবন্দি বাসিন্দারা

শহরের অলিতে গলিতে ঢুকে পড়েছে কুমির। দাপিয়ে বেড়াচ্ছে তারা। বিশাল চেহারার সব কুমিরদের দেখার পর অনেকেই রাস্তায় বার হওয়ার ঝুঁকি নিচ্ছেন না।

Published by
News Desk

এ শহর এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রকৃতি তার তাণ্ডবলীলা দেখিয়েছে। গত জুন মাসে এখানে একটি ঝড় বয়ে গেছে। সঙ্গে প্রবল বৃষ্টি। জুলাইয়ের শুরুতেই এখানে ঘূর্ণিঝড় আরেক প্রস্থ তাণ্ডব চালিয়েছে।

যার হাত ধরে সমুদ্রের উপহ্রদ লাগোয়া এই শহরের অনেক জায়গায় অতিবৃষ্টি হয়। সমুদ্রের উপহ্রদ বা লেগুনের জল ঢুকে পড়ে শহরেও। শহরের অনেক অংশই জলের তলায় চলে যায়।

এই পরিস্থিতিতে উপহ্রদে বসবাস করা কুমিরদের একটা অংশ জলে ভেসে শহরে প্রবেশ করে। আর এই প্রবেশ হয়েই চলেছে। এমন অবস্থা যে শহরে ২০০টির ওপর কুমির দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে।

রাস্তাঘাট, বাগান, বাড়ির চারধার, এমন কোনও জায়গা নেই যেখানে তাদের দেখা মিলছে না। একেই শহর বানভাসি চেহারা নিয়েছে। তায় আবার গোদের ওপর বিষফোড়ার মত কুমিরের দাপাদাপি।

শহরবাসীকে একেবারে নাজেহাল অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বসে নেই শহর প্রশাসনও। তারা ইতিমধ্যেই শহরে ঢুকে পড়া ২০০টির ওপর কুমিরকে শহর ছাড়া করেছে।

তাদের পাকড়াও করে শহর থেকে দূরে অন্যত্র ছেড়ে এসেছে প্রশাসন। কিন্তু কুমির তো ঢুকেই চলেছে। জল থাকায় কুমিরদের এই প্রবেশ আটকানো যাচ্ছেনা। তাই শহর কুমিরমুক্ত হতে চাইছে না।

মেক্সিকোর টামাউলিপাস শহরের এই পরিস্থিতি রীতিমত আতঙ্কের জন্ম দিয়েছে স্থানীয়দের মধ্যে। প্রশাসনও তৎপরতার সঙ্গে কুমির তাড়ানোর লড়াই চালাচ্ছে।

শুধু টামাউলিপাস শহর বলেই নয়, আশপাশের বেশ কয়েকটি জায়গাতেও জল ঢোকায় সেখানে জলে ভেসে কুমিরও ঢুকে পড়েছে। অনেক জায়গায় জলের তলায় লুকিয়ে থাকায় কুমিরদের দেখাও যাচ্ছেনা।

Share
Published by
News Desk
Tags: Mexico

Recent Posts