World

যাত্রী ভর্তি বিমানকে ২ ঘণ্টা দাঁড় করিয়ে রাখল কয়েকটা খুদে মশা

কয়েকটা খুদে মশা যে কি করতে পারে তা দেখল গোটা বিশ্ব। খুদে মশারা মিলে একটি অতিকায় যাত্রীবাহী বিমানকে ২ ঘণ্টার জন্য স্তব্ধ করে দিল।

Published by
News Desk

বিমানে যাত্রীরা একে একে উঠে পড়েছিলেন। পুরো বিমানটি যাত্রীদের ভিড়ে ভর্তি। এবার সেটি উড়ে যাবে গন্তব্যে। এমন সময় যাত্রীরা রীতিমত চেঁচামেচি জুড়ে দিলেন। কারও ওপর রাগ করে নয়। কোনও ঝগড়াও নয়। কিন্তু মশার কামড় খেতে তাঁদের আপত্তি ছিল।

এদিকে বিমানে তখন যাত্রীদের আশপাশে গান গেয়ে বেড়াচ্ছে অনেক খুদে খুদে মশা। দীর্ঘ বিমান যাত্রায় যাদের খাদ্যের অভাব হবেনা। কারণ বিমান যাত্রীতে ঠাসা।

যাত্রীরা হইচই শুরু করতেই তটস্থ হয়ে ওঠেন বিমানকর্মীরা। তাঁরা এবার মশা মারার স্প্রে নিয়ে হাজির হন। তারপর যাত্রীদের আরও সমস্যা বাড়িয়ে স্প্রে করতে থাকেন বিমানের মধ্যে।

এবার মশার আতঙ্ক ভুলে যাত্রীরা অনেকেই বন্ধ জায়গায় ওই মশা নিধন স্প্রের গন্ধে কাশতে শুরু করেন। আর এভাবেই বিমান ছাড়ার সময় পার করে আরও দেরি হতে থাকে। এভাবে বিমানটি ছাড়ার সময় থেকে ২ ঘণ্টা পার করে যায়। তারপর মশাদের হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার পর অবশেষে বিমানটি উড়ে যায় গন্তব্যে।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। মেক্সিকোর গুয়াদালাজারা থেকে মেক্সিকো সিটি যাচ্ছিল বিমানটি। কিন্তু গুয়াদালাজারা বিমানবন্দরেই তার ২ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থেকে কেটে যায়।

জানা যাচ্ছে, গুয়াদালাজারা বিমানবন্দরটির আশপাশ সবুজে ভরা। এই অঞ্চলে বন্যাও হয়। সব মিলিয়ে এ এক মশাদের নিশ্চিন্ত আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার জন্যই বিমানটিতে আশপাশ থেকে অনেক মশা ঢুকে পড়েছিল।

Share
Published by
News Desk
Tags: Mexico

Recent Posts