World

অগুনতি পুরনো পুতুল ঝুলছে সর্বত্র, পুতুল দ্বীপে রাতে শোনা যায় কান্নার আওয়াজ

এ দ্বীপে এখনও রাতে শোনা যায় কোনও মেয়ের কান্নার আওয়াজ। তেমনই দাবি এই দ্বীপের কেয়ারটেকারের। চারিদিকে ঝোলে নানা রকমের পুরনো পুতুল।

এ দ্বীপে পা দিলেই নজরে পড়ে হাজার হাজার পুতুল। ছোট্ট পুতুল থেকে শুরু করে দানব চেহারার পুতুল। সবই নজরে পড়বে।

কোথায় নেই পুতুল? গাছের গুঁড়ি থেকে কাঠের পাটাতন, কুঁড়েঘর থেকে মাটিতে পড়ে থাকা পুতুল। গুনে শেষ করা যায়না কত পুতুল রয়েছে চারিদিকে। সবই বিকৃত অবস্থায় রয়েছে।

কোনওটার হাত নেই, কোনওটার মাথা নেই, নোংরা এতই যে হাতও দিতে ২ বার ভাববেন মানুষ। পুতুল দেখে এখানে মন ভাল হয়না। বরং একটা অজানা আতঙ্ক পেয়ে বসে।

গা ছমছম করে তাদের দিকে দেখলে। অনেক পর্যটকের তো মনে হয় পুতুলগুলো তাঁদের কথা শুনছে। তাঁদের দিকে তাকাচ্ছে। এ দ্বীপে রাত নামলে তা আরও ভূতুড়ে রূপ নেয়। সেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব হয়না।

কথিত আছে ১৯৫০ সালে এখানে তখন এমন অবস্থা ছিলনা। মানুষজনও থাকতেন। দ্বীপের একটি মিষ্টি জলের হ্রদে স্নান করতে নেমে আচমকা তলিয়ে যেতে থাকে একটি ছোট মেয়ে।

বালিকাটিকে বাঁচাতে লাফ মারেন ডন জুলিয়ান নামে এক স্থানীয় বাসিন্দা। কিন্তু মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর থেকেই জুলিয়ান বিভিন্ন সময়ে শুনতে পেতেন কোনও এক বালিকার ঢুকরে কান্নার আওয়াজ। চারিদিকে ঘুরেও কাউকে দেখতে পেতেন না।

তাঁর মনে হত ওই ডুবে যাওয়া মেয়েটির আত্মা আশপাশে ঘুরছে। তিনি তাই যখনই শহরে যেতেন তখনই আস্তাকুঁড় থেকেও পারলে ফেলে দেওয়া পুতুল কুড়িয়ে আনতেন। কেউ নতুন দিলে সেটাও এখানে এনে রাখতেন।

ভাবতেন অনেক পুতুল আনলে যদি শান্ত হয় বালিকার আত্মা। কিন্তু তেমনটা হয়নি। এদিকে এভাবে পুতুল জমা হতে থাকে। যা এতদিন ধরে জমা হয়ে এখন দ্বীপ জুড়ে ভরে গেছে।

মেক্সিকোর এই পুতুলদের দ্বীপকে পৃথিবীর অন্যতম ভয়ের জায়গা বলে চিহ্নিত করা হয়। এখানে যে কেয়ারটেকার আছেন, তিনি রাতেও থাকেন। তাঁর মতে, তিনি এবং তাঁর এক সঙ্গী রাতে এখনও কোনও মেয়ের কান্নার আওয়াজ পান।

এখানে পর্যটকরা আসেন বটে। তবে রাতে থাকেন না। এখানকার এই নোংরা নষ্ট হওয়া বিকৃত পুতুলের ভিড় দেখে অনেক পর্যটকই শিহরিত হন।

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025